বুঝলাম না মানুষ এই 31st night নিয়ে এত মাতা-মাতি করার কি আছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখন 31st night এ drinks করে বেড়ায়, আর খুব বুক ফুলিয়ে বলার মতো কাজ করেছে এমন একটা ভাব। সুযোগ পেলে তারা মাতাল হয়ে rape ও করতে পারে, এতে তাদের বাধবে না। ভেবে পাই না দেশ কোন দিকে আগাচ্ছে। এখন drinks করাটা খুব স্বাভাবিক ভাবে নিচ্ছে সবাই। বাইরের দেশকে নকল করতে করতে আজকাল আমাদের দেশের ছেলে মেয়েদের ন্যাকা ন্যাকা বাংলা শুনলে মনে হয় তাদের দ্বিতীয় ভাষা বাংলা। আমাদের সংস্কৃতি আমাদেরই হাতে নষ্ট হচ্ছে, আমাদের নতুন প্রজন্ম তাদের 31st night কিভাবে পালন করবে তা নিয়ে আমার বিস্ময়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।