বিষয় : বাংলা প্রথমপত্র (সৃজনশীল)
[ দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 'ক' বিভাগ, 'খ' বিভাগ এবং 'গ' বিভাগ থেকে অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান-১০। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়]
ক-বিভাগ (গদ্য)
১. জুয়েল খুব গরিব ঘরের সন্তান।
সে প্রতিকূল অবস্থাতেও গ্রামের একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পাওয়াতে তার বাবা-মা, আত্মীয়-স্বজন সবাই খুব খুশি হয়। ঢাকায় বসবাসরত তার চাচা তাকে নডরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন এবং তার বাসায় থাকারও কথা বলেন। এতে জুয়েল আনন্দে আপ্লুত হয়। চাচার বাসায় সবার আদরে এবং অনুকূল পরিবেশ হওয়াতে সে এইচএসসি পরীক্ষাতেও গোল্ডেন এ+ পায় । পরবর্তীতে সে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পায়।
এখনেও তার চাচা-চাচী তার লেখাপড়ার খরচ চালানোর ভার নিয়েছেন।
ক. 'ছুটি' গল্পের কেন্দ্রীয় চরিত্রের প্রকৃত নাম কী? ১
খ. ফটিককে প্রভুহীন পথের কুকুর বলা হয়েছে কেন? ২
গ. উদ্দীপকে জুয়েলের প্রতি চাচা-চাচীর সঙ্গে 'ছুটি' গল্পের ফটিকের প্রতি মামা-মামীর যে বৈসাদৃশ্য দিক লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা কর। ৩
ঘ. "উদ্দীপকে বর্ণিত জুয়েলের মতো অনুকূল পরিবেশের সুযোগ পেলে ফটিক হয়তো এভাবে অকালে চিরদিনের জন্য ছুটি নিত না। "- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর। ৪
২. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
কোনকালে একা হয় নি'ক জয়ী পুরুষের তরবারী
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী।
ক. বেগম রোকেয়ার জন্ম তারিখ কত? ১
খ. 'পাস করা শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলি না'- বলতে লেখিকা কী বুঝাতে চেয়েছেন? ২
গ. উদ্দীপকে 'জাগো গো ভগিনী' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে 'জাগো গো ভগিনী' প্রবন্ধের সম্পূর্ণ ভাব প্রকাশ করে না- মন্তব্যটি প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর। ৪
৩. মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী। তাঁর সেবায় কোনো দেশ, জাতি ও ধর্মের ভেদাভেদ ছিল না।
সমস্ত পৃথিবী জুড়েই তিনি গড়ে তোলেন সেবাপ্রতিষ্ঠান। আর এই সেবার ব্রত নিয়েই তিনি সারাজীবন ব্যস্ত থেকেছেন। জীবনে যত অর্থ তিনি পেয়েছেন সবই মানবসেবায় ব্যয় করেছেন। আর এই মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন বলেই বিশ্বের প্রতিটি মানুষের কাছে তিনি চিরস্মরণীয় ও বরণীয়।
ক. 'দুই মুসাফির' গল্পের উৎস কী? ১
খ. সুর আর সুধার পার্থক্য কতটুকু? ব্যাখ্যা কর।
২
গ. মাদার তেরেসার কাজের সঙ্গে 'দুই মুসাফির' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? বর্ণনা কর। ৩
ঘ. 'দুই মুসাফির' গল্পের মূলভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে- বিশ্লেষণ কর। ৪
খ-বিভাগ(পদ্য)
৪. নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা
মিটে কি আশা?
কতো নদী সরোবর
কী বা ফল চাতকীর
ধারাজল বিনা কভু
মিটে কি তৃষা?
ক. 'ছিফত' শব্দের অর্থ কী? ১
খ. 'নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়' - কবি এ কথা কেন বলেছেন? ২
গ. উদ্দীপকের কবির চেতনার সঙ্গে 'বঙ্গবাণী' কবিতার কবির চেতনাগত সাদৃশ্য নির্ণয় কর। ৩
ঘ. 'বঙ্গবাণী' কবিতার সামগ্রিক দিক উদ্দীপকে প্রকাশ পেয়েছি কি?- যুক্তিসহকারে মতামত দাও। ৪
৫. 'এক যে ছিল রাজা-
বর্ণমালার মিছিল জুড়ে
ভর দুপুরে গুলি ছুড়ে
নির্বিচারে পথের ওপর
রক্ত গড়ায় তাজা।
অবাক হয়ে বিশ্ব দেখে
বাংলা ভাষায় স্বপ্ন আঁকে
বর্ণমালার স্লোগান শুনে
রাজার মরণ হাল!
বর্ণমালা স্বাধীন হলো
কৃষ্ণচূড়ায় লাল। '
ক. 'মাগো ওরা বলে' কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? ১
খ. 'ঝাপসা চোখে মা তাকায়'- কেন? ২
গ. উদ্দীপকের মূলভাবের সঙ্গে 'মাগো ওরা বলে' কবিতার সাদৃশ্য কী? ব্যাখ্যা কর। ৩
ঘ. "কৃষ্ণচূড়ায় লালই হচ্ছে খোকার প্রতিচ্ছবি। "- 'মাগো ওরা বলে' কবিতার আলোকে বিশ্লেষণ কর। ৪
৬. (র) সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
সতত তোমার কথা ভাবি এ বিরলে;
সতত (যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া-মন্ত্রধ্বনি) তব কল কলে
জুড়াই এ কান আমি প্রান্তির ছলনে।
(রর) এ আমার শৈশবের নদী, এই জলের প্রহার
সারাদিন তীর ভাঙে, পাক খায়, ঘোলা স্রোত টানে
যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে
গতির প্রবাহ হানে।
ক. চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে কী বলে? ১
খ. 'জুড়াই এ কান আমি প্রান্তির ছলনে'- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ২
গ. উদ্দীপকের যে অংশে রচয়িতার স্নেহের তৃষ্ণা মুখ্য হয়ে উঠেছে তা নিরূপণ কর। ৩
ঘ. কবিতাংশ দু'টির মূলভাব একই ধারায় উৎসারিত- কথাটির যথার্থতা বিচার কর। ৪
গ-বিভাগ (সহপাঠ)
৭. আইনুন নাহার এবং এ. আর. খান একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। সমপ্রতি তাদের এক ফুটফুটে পুত্র সন্তান হয়েছে।
সন্তানটির ওপর যাতে কারো কুনজর না লাগে সেজন্য আইনুন নাহার গ্রামে বাবার বাড়ি থেকে এক কবিরাজের কাছ থেকে তাবিজ, পানিপড়া আনার ব্যবস্থা করেন। অপরদিকে তার স্বামী এসব পছন্দ করেন না। তিনি আধুনিক চিকিৎসায় বিশ্বাসী। আইনুন নাহার একটু জেদ করেই গ্রাম্য কবিরাজের চিকিৎসা অব্যাহত রাখার কারণে পরবর্তীতে সন্তানটি সুস্থ্য থাকতে বেশ সমস্যা ঘটে।
ক. মকবুল বুড়োর একমাত্র মেয়ের নাম কী? ১
খ. হালিমা কেন আত্মহত্যা করতে চেয়েছিল? ২
গ. উদ্দীপকে আইনুন নাহার সন্তানটির গ্রাম্য কবিরাজের কাছে চিকিৎসা করার ব্যাপারটি 'হাজার বছর ধরে' উপন্যাসের কোন দিকটি ফুটে ওঠে? বর্ণনা কর।
৩
ঘ. উদ্দীপকটিতে 'হাজার বছর ধরে' উপন্যাসের গ্রাম্য মানুষের জীবন দর্শন একটুও নেই। - কথাটি কতটুকু যুক্তিসঙ্গত? মতামত দাও। ৪
৮. জাকির হোসেন জব্বার সাহেবের একমাত্র ছেলে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাকির হোসেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কিন্তু বাবা-মাকে এ বিষয়টি তিনি জানান নি।
কারণ বাবা মাকে জানালে তারা তাকে যুদ্ধে যাবার অনুমতি দিবেন না। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বিজয় সূচিত হয়। কিন্তু জাকির হোসেন আর বাড়ি ফিরে আসে নি। অনেক খোঁজাখুঁজির পরও জব্বার সাহেব জাকির হোসেনের কোনো খোঁজ না পাওয়াতে তার মধ্যে নীরবতা চলে আসে। লোকজনের ধারণা- জব্বার সাহেব পাগল হয়ে গেছে।
ক. 'কবর' কত অঙ্কবিশিষ্ট নাটক? ১
খ. 'তোমাকে কম্যুনিজমের প্রেতাত্মা ভর করেছে' বলতে নাট্যকার কী বুঝাতে চেয়েছেন? ২
গ. উদ্দীপকে বর্ণিত জাকির হোসেনের সাথে 'কবর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? বর্ণনা কর। ৩
ঘ. জব্বার সাহেব ও মুর্দা ফকিরের সাথে কিছু সাদৃশ্য থাকলেও উভয়ের প্রেক্ষাপট ভিন্ন- মূল্যায়ন কর। ৪
৯. ফেরিওলা ফোরকান মিয়া বয়সের কারণে আজকাল নিজে ফেরি করতে বেরোয় না। তার চারটি বউ আছে। বউদের সে এই কাজে লাগায়।
তার একান্নবর্তী সংসারের স্বামী-পরিত্যক্তা মেয়ে আছে একটি, আছে দুটো ছেলের তিনটি বউ। মেয়েটি ঘরের কাজকর্ম করে, ছেলে-বউয়েরা নির্মাণ কাজে যোগানের কাজ করে। এ পরিবারে সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটে সবাই, তবু উন্নতি হয় না তাদের। ফোরকান মিয়া ভাবছে- সংসারে আরও একটা কাজের লোক যোগ দেওয়ার জন্য ছোট ছেলেকে আরেকটা বিয়ে করাবে সে।
ক. মকবুল মোট কয়টি বিয়ে করেছে? ১
খ. টুনি তার স্বামীকে আম্বিয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য প্ররোচিত করেছিল কেন? ২
গ. স্বামী হিসেবে মকবুলের মানসিকতার সঙ্গে উদ্দীপকে বর্ণিত ফোরকান মিয়ার চরিত্রগত সাদৃশ্য তুলে ধর।
৩
ঘ. উদ্দীপকটিতে 'হাজার বছর ধরে' উপন্যাসের একটি বিশেষ দিক্ ফুটে ওঠেছে - যুক্তি দেখাও। ৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।