আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ও বঙ্গবন্ধু বিষয়ক অপপ্রচার



ইউটিউবে 1971 war : an untold story নামে গত ১৬-১২-০৯ তারিখে পাকিস্তানী এক টিভি চ্যানেলের এক ঘন্টার একটি প্রোগ্রাম কয়েকটি ভাগে ভাগ করে ছাড়া হয়েছে। জনৈক হামিদ জ়াইদ এর উপস্থাপনায় এই অনুষ্ঠিনে ৭১ এ পাক পরাজয়ের কারণ বিশ্লেষন করতে গিয়ে বাংলাদেশ ও বঙ্গবন্ধু বিষয়ক অপপ্রচার যাচ্ছেতাই ভাবে করা হয়েছে। http://www.youtube.com/watch?v=ULpCroezFrY উপস্থাপক ১৯৭১ এর মুক্তিযুদ্ধ মুলত; ভারতীয় গোয়েন্দাদের চক্রান্তের ফসল, বঙ্গবন্ধুকে র- এর এজ়েন্ট এবং বীর মুক্তি্যোদ্ধাদের গরিলা বলে পুরো অনুষ্ঠানে বিষোদ্গার করেছেন।পাকিস্তানি বাহিনী বা রাজাকার নয় বরং বাঙ্গালীরাই পাকিস্তানি এবং বিহারীদেরকে গণহত্যা করেছে- এ ধরনের দাবী করা হয়েছে। শুধু তাই নয়, জয়নুল আবেদিন নামক জনৈক একজন মুক্তি্যোদ্ধার এ্কটি বইয়ের রেফারেন্স দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে তিনি প্রতারিত হয়েছেন এবং ভুল করেছেন বলে প্রচার করা হয়েছে। এক বছরের বেশী হয়ে গেল, কিন্তু এই নির্লজ্জ অপপ্রচারের বিরুদ্ধে সরকারিভাবে, দেশের আতেল বুদ্ধিজীবি, দেশপ্রেমিক(?) রাজনীতিবিদ বা বীর মুক্তিযোদ্ধা কাউকেই কোন প্রতিবাদ করতে শুনিনি। এ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.