আর কয়েকটা মাত্র ঘন্টা পার হলেই বিদায় নেবে আমার অনেক আনন্দ বেদনার ২০১০ সাল। আসবে নতুন অজানার একটি বছর। কবে কখন কোথায় কিভাবে কি ঘটবে যা আমার এমন কি সকলেরই অজানা। অনেকের মতো যতই প্লান প্রোগ্রাম করিনা কেন কোন ভাবেই অনেক সময় তা হবেনা বা ঘটবে না যেমনটা হয়নি ২০১০ এ। অনেক অনেক আনন্দ হাসি আর আড্ডাবাজি যেমন করেছি তেমনি প্রয়োজনে অনেক পরিশ্রমে পার করেছি নির্ঘুম রাত দিন।
জীবনে ঘটেছে শেয়ার বাজারের দরের সূচকের মতো উত্থান তেমনি পতন। এসেছিল ভরা বরষার প্লাবনের মত আনন্দের জোয়ার তেমনি হয়েছে নদীর দুকুলের পাড় ভাঙ্গার মতো অনেক কষ্ট। এখনোতো কয়েকটা ঘন্টা বাকি বছর শেষ হতে, না জানি আর নতুন কি ক্লাইমেক্স অপেক্ষা করছে। যতো কিছুই বলিনা কেন আমার কাছে এই বছরটা অনেক প্রিয় হয়ে থাকবে। তারপর আশা রাখি নতুন বছর ভালই যেন কাটে।
আর সবাইকে জানাই নতুন বছরের আনন্দঘন শুভেচ্ছা সেই সাথে আরো জানাই সুস্থ থাকুক সবার শরীর স্বাস্থ্য এই শীতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।