আমাদের কথা খুঁজে নিন

   

টেলিটক কর্মকর্তাদের দেশপ্রেম?



বাংলাদেশ সরকারের মোবাইল ফোন টেলিটক যখন প্রথম বাজারে এলো সবার সাথে আমিও আবেদন করেছিলাম একটি সিমের জন্য কিন্তু আমার দুভাগ্য লটারীতে আমার নামটি উঠেনি। যে সব বন্ধু ও পরিচিত জনেরা সেদিন লটারীতে টেলিটকের সিম পেয়েছিল তাদের দেখলে হিংসে হত। পরবতীতে টিএনটিতে চাকুরীকরে এমন একজন বন্ধুর মাধ্যমে একটি সিম সংগ্রহের চেষ্টা করে ব্যাথ হই। বাজারে টেলিটক সিম পাওয়া যাওয়ার সাথে সাথেই একটি সিম কিনে ব্যবহার করতে শুরু করি এবং আমার গ্রামীন ফোনের সিমটি আমার প্রিয় মানুষটিকে দিয়ে দেই। সেই থেকে শত বিরম্বনা নিয়ে (যেমন: ঈদে বাড়ীগেলে নেটওয়ার্ক নেই, শহরের একটু বাহিরে গেলে নেটওয়ার্ক নেই, মাসে অন্তত এক-দুদিন যান্ত্রিক ত্রুটির কারণে নেটওয়ার্ক বন্ধ।

যেখানে অন্য অপারেটরদের কাষ্টমার কেয়ারগুলো শীতাতপ নিয়ন্ত্রিত সেখানে এক চিপাগলিতে টেলিটকের কাষ্টমার কেয়ার) টেলিটক ব্যবহার করে আসছি। যারা সেদিন লটারীতে টেলিটক সিম পেয়েছিল তারা প্রায় সকলেই এ সকল বিরম্ভনার কারণে টেলিটক ব্যবহার করা ছেড়ে দিয়েছে। আমাকে প্রায়ই অবজ্ঞা করে বলে কি সিম ব্যবহার করেন দুদিন পর পর নেটওয়াক থাকেনা। নিজেকে টেলিটক ব্যবহার করার জন্য অপরাধী মনে হয়। তারপরও কষ্টনিয়ে ব্যবহার করে আসছি।

কিন্তু আজ ঈদের দুইদিন আগে যখন সারাদিন ব্যাপি নেটওয়ার্ক নেই তখন টেলিটক ব্যবহার করায় সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছ। এবার মনে হয় আমার দেশপ্রেমকে (টেলিটক) বিসর্জন দেয়া ছাড়া আর উপায় নেই। মনের কষ্টের কথা এক বন্ধুর কাছে শিয়ার করতে গিয়ে অভাক হলাম। তার কাছে জানলাম টেলিটক এর কর্মকর্তারা চাকুরী করে তারজন্য জনগণের ট্যাক্স থেকে বেতন নেয় এবং কাজ না করার জন্যে অন্য অপেরাটর এর কাছথেকে টাকা নেয়। হায়রে টেলিটক এর কর্মকর্তাদের দেশপ্রেম?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।