মাইক্রোসফট ডিফল্টভাবেই উইন্ডোজ সেভেনের সিস্টেমের ভিতর কিছু থীমস ঢুকিয়ে দিয়েছে। আশ্চয্যের ব্যপার হচ্ছে আপনি চাইলেই সব গুলো দেখে নির্বাচন করতে পারবেন না। বরং ইন্সটলেশনে সময় যে দেশ নির্বাচন করেছিলেন তার ভিত্তিতেই আপনাকে থীমস নির্বাচন করতে দিবে।
কিন্তু
আপনি চাইলেই এখন উইন্ডোজ সেভেনের যে কোন ডিফল্ট থীমস ব্যবহার করতে পারবেন । তার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে ।
* প্রথমে স্টার্ট মেনুর সার্চ বক্সে যান ।
* C:\Windows\Globalization\MCT লিখে এন্টার দিন।
* এবার MCT ফোল্ডারের ভিতরে আপনি অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, আমেরিকা এবং সাউথ আফ্রিকার রিজিওনাল থীমস পাবেন ।
* ব্যস এখন আর কি? শুধু এপ্লাই করার পালা ।
পূর্বে প্রকাশ হয়েছে এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।