আমাদের কথা খুঁজে নিন

   

নতুন আইডিএম ব্যবহার কারীদের জন্য সাহায্যমূলক পোষ্ট। সকল ব্রাউজারের মাধ্যমে আইডিএম ব্যবহার করার উপায়........

যেখানে দেখিবে বিদ্যুৎ, থাকিও উহা হইতে শতহস্ত দূর। কাছে আসিলে খাইলেও খাইতে পার অমূল্য বৈদ্যুতিক আঘাত! কাজেই সাবধান!
আইডিএম, মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামক ডাউনলোড ম্যানেজারটির সুনাম শুনে অনেকেই ব্যবহার করতে আগ্রহী হয়ে থাকেন। কিন্তু তিনি যদি হন নতুন ব্যবহারকারী, তবে খবর আছে!! উনাদের প্রায় সবারই অভিযোগ থাকে, ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া অন্য কোন ব্রাউজারে আইডিএম দিয়ে ডাউনলোড করা যায় না। তবে এই সমস্যা থেকে অনেকেই বেরিয়ে এসেছেন। তবে ইদানিং যে সমস্যাটি ধরেছে সেটি হল, হালের মোটামুটি নতুন এবং জনপ্রিয় হয়ে উঠতে চলা ওয়েব ব্রাউজার "গুগল ক্রোম" থেকে নাকি আইডিএম এর মাধ্যমে কোনকিছুই ডাউনলোড করা যায় না! অনেক পদ্ধতি অবলম্বন করা সত্বেও নাকি ক্রোমের বিল্টইন ডাউনলোডার দিয়েই ডাউনলোড হয়।

আইডিএমের নাকি পাত্তাই পাওয়া যায় না। তবে সে যাই হোক। মানুষজন মোজিলা ফায়ারফক্স ব্যবহার করতে অভ্যস্ত অনেক। মোজিলায় আইডিএম ইন্টিগ্রেট করা সোজা আছে। ইন্টারনেট এক্সপ্লোরারে তো নিজে থেকেই ইন্টিগ্রেট হয়ে থাকে! সে যাই হোক, গুগল ক্রোমের ভক্তও আছেন অনেকে।

যেমনটা আমি! আমার মতই গুগল ক্রোম ছাড়া ইদানিং ইন্টারনেট হজম হয় না, এমন ব্যক্তিও আছেন অনেক। অবশ্য কারণও আছে। গুগল ক্রোমের প্রেমে পড়া অতি সহজ! তবে আমার মত ক্রোম প্রেমিকও বাধ্য হয়ে একটা সময় হাত বাড়াতাম ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা মোজিলা ফায়ারফক্সের দিকে। কারণটা আইডিএম। অবশ্য আমার মত এতটা বোকা-গাধা পৃথিবীতে কমই আছে।

তবুও, যেহেতু জানি, সেহেতুই নিজের জ্ঞান জাহির করার জন্য এই পোষ্ট। হাতে-কলমে-চিত্রে দেখানো হবে, কিভাবে গুগল ক্রোমসহ অন্যান্য ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড কর্ম সম্পাদন করতে হয় আইডিএমের মাধ্যমে। আজাইড়া প্যাচাল বাদ দিয়ে শুরু করছি। সবচাইতে ভালো হয়, সবসময় লেটেষ্ট ভার্সনের সাথে বসবাস করলে। তাই শুরুতেই দরকার লেটেষ্ট ভার্সনের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সেটআপ ফাইল।

ডাউনলোড করুন নিচের লিংক থেকে, সমস্যাবিহীনভাবে স্ক্রীনশটে দেখানো স্থানে ক্লিক করে। লিংকঃ Click This Link বড় করে দেখতে চাইলে.... ডাউনলোড কমপ্লিট হলে ইনষ্টল করুন। এরপর, http://www.mediafire.com/?znimrqetdtz এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন মাত্র ৮৬ কিলোবাইট ওজনসম্পন্ন একটি কঠিন জিনিস! ডাউনলোড শেষ হলে জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করুন। এরপর ভেতরে দেখুন, "Patch" নামক একটি অতি কঠিন বাটপাড়ি ক্ষমতাসম্পন্ন ফাইল আছে। সাধারণতঃ আইডিএম ফ্রি ব্যবহার করা যায় মাত্র ১৫ দিন।

এটাকে যাতে আজীবন ব্যবহার করার মত ব্যবস্থা করা যায়, সেই জন্যেই এই আয়োজন। (এই প্যাচ ফাইলটি আইডিএম ভার্সন ৫ এর সবগুলিতেই কাজ করবে। মানে, ৫.১৭, ৫.১৮, ৫.১৯, ৫.২০ ইত্যাদি ইত্যাদি। ) যাই হোক, এই "Patch" ফাইলটি কপি করে নিয়ে গিয়ে পেষ্ট করুন সেইখানে, যেখানে আপনি আইডিএম ইনষ্টল করেছেন। সাধারণতঃ আমরা সবাই ইনষ্টল করে থাকি "সি" ড্রাইভে, প্রোগ্রাম ফাইলসে।

সেইখানে গিয়ে আইডিএম এর ফোল্ডারটি ওপেন করুন এবং পেষ্ট করুন এই "Patch" ফাইল। অতঃপর এটি ওপেন করুন। নিচের মত একটি চিত্র দেখতে পাবেন। বড় করে দেখতে চাইলে..... চিত্রটিতে দেখানো স্থান, মানে "Patch" বাটনটি ক্লিক করুন। ব্যস! কমপ্লিট আইডিএম আজীবন ব্যবহার করার জন্য উপযুক্ত করে তোলা।

এবার হচ্ছে আসল কাজ। ব্রাউজার ইন্টিগ্রেশন! সবকিছু নিচে দেওয়া স্ক্রীনশটটির মত করে ক্রমানুসারে সম্পাদন করুন। বড় করে দেখতে চাইলে..... প্যাচ কমপ্লিট হলে আইডিএম ওপেন করুন। এবং প্রথমে "ডাউনলোড"(১) মেন্যুতে ক্লিক করুন। সেখান থেকে "অপশন"(২) ক্লিক করুন।

এরপর যে উইন্ডোটি আসবে, সেখানে দেখুন, "Use advanced browser integration"(৩) আছে। সেটাতে টিকচিহ্ন দিন। এরপর যে মেসেজটি দেখাবে, সেটিতে "ওকে" বাটন ক্লিক করুন। আপনার পিসি রিষ্টার্ট হবে। এরপর আবার একই নিয়মে আইডিএম এর অপশন বের করুন।

এবং "Detect new applications that try to download files from Internet"(৪) এ টিকচিহ্ন প্রদান করুন। ব্যস! ইন্টিগ্রেশন সম্পন্ন। এবার আপনি শুধু গুগল ক্রোম কেন, যেকোন ব্রাউজারের মাধ্যমেই আইডিএম দিয়ে ফাইল ডাউনলোড করতে পারবেন! মনে রাখবেন, (৩) চিহ্নিত কাজটি সম্পন্ন করা হলে, মানে অ্যাডভান্সড ইন্টিগ্রেশনে টিকচিহ্ন প্রদান করার পর আপনার পিসি রিষ্টার্ট হবে কিংবা আপনাকে দিতে হবে। এরপর পিসি আবার চালু হলে তারপর সম্পন্ন করবেন (৪) কাজটি।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.