আমাদের কথা খুঁজে নিন

   

ছিন্ন মূহুর্ত: ১

"ইতিহাস অবিরল শূণ্যের গ্রাস; যদি না মানব এসে তিন ফুট জাগতিক কাহিনীতে হৃদয়ের নীলাভ আকাশ বিছিয়ে অসীম করে রেখে দিয়ে যায়; গ্লানি থেকে আলোকের মহাজিজ্ঞাসায়।"

বিষন্ন বেড়াল গুঁজির দিন শেষে শীতের কুয়াশা মেলেছে পেখম আঁধারে ডুবে শেষ আলোর কণা ঝুল বাড়ান্দায় ধূসর সন্ধ্যা নামে আবাবীলের নিবিড় ম্লান চোখ শাল বনে কি যেন দেখিল বিস্ময় পাতা ঝড়া পৌষের প্রথম প্রহর পুরনো পাতার বিবর্ণ শরীর ধীরে ঝড়ে হিম বাতাসের গায় সোঁদা মাটির বুকে স্তুপে জমে আশ্রয় পেয়েছিল খুঁজে শাল বনে হলুদ পাতার মর্মরে বিষাদের ভর বিজুরি চমকে এলোচুলে দূরে বনপরীর মতো ভীষণ মায়াবীণি কেমন পোশাক পরেছিল নারী গ্রীক-ভারত-ব্যাবিলন-ঈজিপ্ত ঢুরে কার্থেজ নগরের প্রচীণ প্রাসাদের প্রকাণ্ড থামের তলে কামনার ওম মরু মুদ্রায় বাজে কাকনের ঝংকার আলতা রাঙা পায়ে নুপুরের কন্কন কাজল রেখায় টানা সঞ্চরিত চোখ পথ ভুলে যায় পরিব্রাজক নাবিক কার্থেজ নগরের আনন্দ ধামে শুণ্য পেয়ালা তার উপচে পড়ে আবাবীল দেখিল পাতা ঝড়া দিন রাতের আঁধারে নিরবে মিলায় দিন শেষে রাতের নিরব সঙ্গীতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।