আমাদের কথা খুঁজে নিন

   

শুন্যে উড়াইঃ ছিন্ন ডানা



হাত পা উভয় ছড়িয়ে দিয়ে পথের মানুষ থমকে দাড়াই পথের পায়ে আহত গায়ে দৃস্টিঃ দু‌‌'হাত বাড়াই । ছিন্ন ডানা ভিন্ন গায়ে আহত প্রজাপতি হাতের কাছে ডানা পেয়ে ডানায় বুক পাতি । হাতের কাছে ডানা নাচে শুকনো কিছু হাওয়ায় ফু দিয়েছি ডানার কাছে শুণ্যে যেন উড়াই । ভেজা মেঘের শুকনো হাওয়ায় ছিন্ন ডানা উড়ে ভিন্ন আগুন হাওয়ায় জ্বলে আকাশে বুক পুড়ে । মোবাইল টেক,জেদ্দা ০১.১২.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।