উদ্ভট ভাবনা
আমি কোনো দেশপ্রেমিক - এটা মোটেও ভাবার কোনো অবকাশ নেই। আবার এই প্রথম ব্লগ লিখছি। প্রতিটি ক্ষেত্রেই আমি আর সবার চেয়ে অনেক দিক থেকে পিছিয়ে আছি।
আসুন, অগ্রগামী বন্ধুগণ, দেশকে নিয়ে কি ভাবছেন?
আচ্ছা, কি করলে আমাদের দেশটাকে আর খোঁড়াতে হবেনা?
কখনও কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন, 'আমি কি সত্যিই দেশকে ভালবাসি?'
আমি শিক্ষিত কেউ নই, তাই খুব উঁচু দরের আঁতলামি করার সাহস দেখাতে পারছি না। আবার শিক্ষিত চোরদের ভন্ডামি দেখতে খুব কষ্ট হচ্ছে।
আমরা যারা বাবার টাকায় চলি, তারা একবার ভেবে দেখেছি কি, আমার বাবা কত টাকা রোজগার করেন? তিনি ঘুষ পান করেন কিনা? যদি কারো বাবার ঘুষের টাকায় মজা করে, তবে দয়াকরে চাপা মারতে আসবেন না। কারণ, এই দেশে কখনো চোর ছিলনা। এক সময় এ দেশের মানুষের বাড়িতে দরজার প্রয়োজন পড়তোনা। তাহলে এত চোর এল কোথা থেকে? আজ যেদিকে তাকাই চোর দেখি। এরা তো আমাদের কেউ হতে পারেনা।
এরা অন্য কোনও দেশের ঔরসজাত হবে হয়ত।
সবশেষে, আর একটা প্রশ্ন নিজেকে করবেন, 'আমি কি কখনও রাস্তা থেকে অন্যের জন্য ক্ষতিকর বস্তু সরিয়ে ফেলি?'
প্লিজ, আমার উদ্ভট কথাগুলো আমলে না নিয়ে আমাকে কিছু দুর্বোধ্য গালি দিন। হুজুরদের ঐ গল্পটা বোধকরি আমরা সবাই শুনেছি - ঐ যে, একদিন আল্লাহ জিব্রাঈল (আ)- একটা জাতিকে ধ্বংস করে দিতে বললেন, জিব্রাঈল (আ) উক্ত এলাকায় গিয়ে দেখেন, একজন রাত জেগে ইবাদত করছেন। ফিরে গিয়ে আল্লাহকে বললেন, ঐ জাতির মধ্যে একজন রাত্রি জাগরণকারী আছেন, সেজন্যে আমি তাদের কাওকে ধ্বংস করিনি। আল্লাহ তাঁকে বললেন, ঐটাকে আগে ধ্বংস কর।
সবাই ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।