হাতজোর করি দেশের ১২টা আর বাজাবেন না', 'ভাবতে পারেন আজকে আমরা কোন অবস্থায় পৌছে গেছি। সামাজিক, রাজনৈতিক , অর্থনৈতিক সবদিকেই চরম বিপর্যয়। আজকের এই সহিংসতা সংঘাত সংঘর্ষের জন্য পুরোপুরি সরকার দায়ী। একমাত্র প্রধানমন্ত্রী হাসিনাই পারে এসব সমস্যার সমাধান করতে। এজন্য বাদ দিতে হবে মাথায় থাকা কুটকৌশল।
কি দরকার ছিলো তত্বাবধায়ক সরকার বিলোপ করার! সাধারণ জনগন দুরে থাক হেমায়েতপুরের পাগলেও বিশ্বাস করবে না হাসিনা সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে তারপরেও তারা দিবা স্বপ্নে বিভোর। আর এই স্বপ্নদোষে আমাদের দেশ আজকে এই ভয়াবহ সংকটে। ক্ষমতায় থাকার খায়েস থাকলে ভালো কাজ করে মানুষের মন জয় করেন। সিম্পল। মানুষ আবার আপনাদের ক্ষমতায় আনবে।
বছরের পর বছর দূর্নীতি করবেন, মানুষ মারবেন, দেশের ১২ টা বাজাবেন আবার মুক্তিযুদ্ধের চেতনা\'র ধু্য়াঁ তুলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন তাতো সম্ভব না। দেশকে যারা ভালোবাসে তারা কখনো দেশের ক্ষতি করতে পারে না। আজকের এই হেফাজতের তৈরি হতো না যদি না আপনারা ঠিক থাকতেন। দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে ভাবতে পারেন? আমরা আমাদের এই বাংলাদেশকে অনেক ভালোবাসি। সব বিভেদ ভুলে সবাই একসাথে দেশকে সামনে এগিয়ে নেব দেশের ভাবমূর্তি উজ্জল করবো এটাই আমাদের স্বপ্ন।
আর এজন্য দরকার আপনাদের একটু সৎ রাজনীতির চর্চা। বিরোধীদলকে দমন না করে পাশে রেখে দেশের জন্য কাজ করুন। নির্বাচনের জন্য যা যা করনীয় তাই করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।