রাত ৯টায় ক্লাস থেকে ফিরে টিভি চ্যানেল খুলে চমকে উঠলাম।
নিউজ হেডলাইন: “শ্রীনগরে বিমানবন্দর বিরোধীদের বিক্ষোভে এক পুলিশ নিহত। সাধারণ জনতা-সাংবাদিক-পুলিশসহ আহত অন্তত ৫০। ”
অন্য হেডলাইন -
1. ঘটনার জন্য বিএনপি সরকারের ব্যর্থতাকে দায়ী করছে।
2. সরকারের 3 মন্ত্রী এটি বিরোধীদলের চক্রান্ত বলে অভিহিত করেছেন।
বিডিনিউজ24 থেকে ডিটেইল জানলাম।
অন্য একটি ঘটনা মনে পড়ে গেল।
1998। ঢাকা। তৎকালীন পিজি হাসপাতাল।
পিজি হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে পরিনত করা হবে। নাম রাখা হবে “বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়” । আন্দোলন শুরু হলো। অনেককে বদলী করা হলো। চাকরী থেকে ছাটাই করা হলো।
হাসপাতাল বন্ধ। কিছু সুবিধাবাদী কর্মচারী বিশ্ববিদ্যালয়ে অর্ন্তভূ্ক্ত হয়ে সরকারী কর্মচারীদের উৎপীড়ন করতে শুরু করলো। অনেক আন্দোলন- আলোচনা- সমালোচনার পরও তৎকালীন সরকার নিজ সিদ্ধান্তে অটল (!!! ???) থেকে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় করে ছাড়লো। বিরোধীদলীয় আখ্যা দিয়ে তাদের কন্ঠরোধ করা হয়।
আজ ২০১১ তে এসেও সরকারের খাতায় নাম লিখানো কর্মচারীরা উৎপীড়নের স্বীকার হচ্ছেন।
এমনকি ক্যান্সারে আক্রান্ত একজন কর্মচারীর কেমোথেরাপি চলা অবস্থায় তাকে কুমিল্লায় স্ট্যান্ড রিলিজ করা হয়।
হায় ...!!! সরকারি কর্মচারীদের প্রতি সরকারের দায়িত্ববোধ ও কর্মচারী শাসন নীতি।
আজ ২০১১। সরকার আড়িয়ল বিলের উপর আন্তর্জাতিক বিমানবন্দর করতে যাচ্ছে। আন্দোলন হচ্ছে।
পুলিশ প্রাণ হারাচ্ছে। সরকারের কোন অনুভূতি নেই। তাদের মন্ত্রীসভার ৩ সদস্য বিরোধীদলকে দোষারোপ করে বিবৃতি দিচ্ছেন। তাদের একচিন্তা দেশকে ডিজিটালাইজ করতে হবে। বঙ্গবন্ধু সিটি নির্মাণ করতে হবে।
কারো দাবি-দাওয়া, কোন সমীক্ষা, কোন সম্ভাবনা, কোন সমস্যা তারা মানবেন না। আন্দোলন হলে দোষারোপ করবেন- বিরোধীদলের । রক্তের বন্যা বয়ে গেলেও তারা তাদের অবস্থানে অনড় থাকবেন। আহা..... এমন শক্ত সরকার ই না আমরা চাই।
সরকারী কর্মচারীর রক্তের বিনিময়ে হলেও তারা তাদের নির্বাচনী ইশতেহার পূরণ করবেন।
বাংলাদেশে আধূনিক (বিতর্কিত) হলেও বিমানবন্দর নির্মাণ করে দেশকে ডিজিটাল করবেন।
কিন্তু তারা চিন্তা করছেন না, এভাবে দেশকে তারা টাল করছেন। ডিজিটাল নয়।
আমাদের সরকার দেশকে ৯৯% ডিজিটাল করে ফেলছেন। শুধু মাঝে মাঝে দেশকে টাল করে ফেলেন।
আধুনিক ডিজিটাল সরকার না ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।