বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
ও আমার দেশের মাটি
তোমার পায়ে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা............
আমরা আসলে দেশকে কতটুকু ভালবাসি? সেই প্রশ্ন কি কখনও করেছি নিজেদের? আমাদের মাঝে অনেকেই আছেন যারা বহু বছর ধরে বিদেশে আছেন, কিন্তু যখনই বাংলাদেশের কথা আসে, তাদের অনেকেই এই দেশ সম্বন্ধে বাজে মন্তব্য করেন। তারা একবারও ভাবেন না এই দেশ তাদের জন্ম দিয়েছে, এই দেশের সাথে তাদের নাড়ীর বন্ধন। কিন্তু তারা এই বন্ধনকে অস্বীকার করতে চান। দেশের প্রতি যে একটা দায়িত্ব, কর্ত্যব্যবোধ আছে, সেটা তারা স্বীকার করতে চান না।
এই দেশে অনেক সমস্যা আছে; খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, দুর্নীতি এসব অপরাধ এদেশে ব্যাপক, প্রযুক্তির দিক থেকেও অনেক দেশ থেকে এই দেশ অনেক পিছিয়ে আছে। এখানে career development খুবই কষ্টসাধ্য। আমার অনেক বন্ধুকে আমি দেখি যারা দেশে ভাল কিছু করতে না পেরে ইতিমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছে, দেশে যারা আছে তাদের অনেকেই দেশের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার মনে হয়না আমি কখনও এই দেশ ছেড়ে কোনদিন কোথাও যাব, অন্ততঃ বিদেশে থাকার জন্যে তো যাওয়া আমি আমার কল্পনাতেও আনতে পারিনা। দেশের হাজার সমস্যা সত্ত্বেও এটা তো আমার দেশ, আমার রক্ত এই দেশে।
আমরা সবাই যদি দেশ ছেড়ে চলে যাই তাহলে দেশকে সামনে এগিয়ে নেবে কে?
তাই আসুন, আমরা দেশকে ভালবাসি। কর্মের খাতিরে দেশের বাইরে অবস্থান করলেও নিজের অন্তর থেকে আমরা যেন আমরা আমাদের দেশকে মুছে না ফেলি। সবাইকে শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।