আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯২.৩৪



নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৮-১২-২০১০ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফল আজ মঙ্গলবার দুপুরে প্রকাশ করা হয়েছে। এবার এ পরীক্ষায় ৯২.৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৮৩.৯৩ শতাংশ। আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আফসারুল আমিন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছে আট লাখ ৫৯ হাজার ১৫৪ জন শিক্ষার্থী। দ্বিতীয় বিভাগ পেয়েছে সাত লাখ ২৫ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। আর দুই লাখ ছয় হাজার ৭০৭ জন শিক্ষার্থী পেয়েছেন তৃতীয় বিভাগ। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর কার্যালয়ে ফল তুলে দেওয়া হয়। পাসের ফলাফল জেলা ও উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট http://www.dpe.gov.bd এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে। গত ২৩ নভেম্বর সারা দেশে ছয় হাজার কেন্দ্রে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষায় মোট প্রায় ২৫ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.