সাবেক রোমান ক্যাথলিক নান কারেন অামষ্ট্রং এর েলখা "A History of God: The 4,000-Year Quest of Judaism, Christianity and Islam" বইটি পড়েছেন কি?
যারা ধর্মতত্ত নিয়ে জানতে চান তারা এই বইটি পড়তে পারেন। সংগ্রহে রাখার মত একটি মূল্যবান বই বটে। এখন বই এবং লেখিকা সম্পেকর্ে অালোচনা করা যাক।
কারেন অামষ্ট্রং এর জন্ম বৃট্রেনে ১৯৪৪ সালে। কিশোরী বয়সে সে নান হিসেবে যোগদান করে Society of the Holy Child Jesus -এ।
১৯৭৬ সালে শিক্ষিকা হিসেবে যোগদান করে Dulwich -এর গার্লস্ স্কুলে। ইসলাম ধর্মের প্রতি তার অাগ্রহ এবং বিতর্ক তাকে জনপ্রীয় করে তোলে।
২০০৭ সালে Islamic Religious Council of Singapore কতর্ৃক অামন্ত্রিত হন "2007 MUIS Lecture" -এ বত্তিতা দেয়ার জন্য। ২০০৮ সালে TED Prize -এ লাভ করেন।
তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেন।
১৯৯৩ সালে লেখা তার A History of God. ব্যাপক জনপ্রিয়তা পায়।
সাম্প্রতিক এক সাক্ষাতকারে তিনি বলেন, "Islam is a religion of success. Mohammed was not an apparent failure. He was a dazzling success, politically as well as spiritually, and Islam went from strength to strength to strength."
বইটি New York Times কর্তৃক BEST SELLER নির্বািচত হয়।
বর্তমানে Amazon.com-এ বইটি বিক্রি হয় ১১.৫৬ ডলারে।
নিচে pdf format এর লিং্ক দেয়া হল। ৫.৪ mb -এর ২১৯ পৃষ্ঠার বইটি download করূন এবং সংগ্রহে রাখুন।
HISTORY OF GOD
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।