ইতিহাসের নিজস্ব একটা নিয়ম আছে আর সেটা হলো ইতিহাস তার নিজেকে পুনারাবৃত্তি করে। গতকালকে মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা জাতীর কাছে খুব গুরত্ব বহন করেনা তবে কারো কারো কাছে এটা খুবই গুরত্বপূর্ন। মন্ত্রীসভার সিদ্ধান্ত টা হলো জোট সরকারের আমলে যে সব স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে সেগুলি পূর্বের নামে ফিরে যাবে। এতে জাতীর কিছু যায় আসে না। কিন্তু এতে কিছু লোকের আতে ঘা লেগেছে তারা বিভিন্ন ভাবে চিৎকার করছে।
আমার প্রশ্ন হলো যখন তারা এ পরিবর্তন টুকু করেছিলেন তখন তারা কি একটি ভাবের জন্য ও ভাবেননি যে কোন দিন এদেশে ক্ষমতার পরিবর্তন হবে। যদিও চারদলীয় জোট সরকারের আমলে অনেক কে বলতে শুনেছি যতদিন বি.এন.পি জামাত একথাকবে ততদিন মানে কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। কেন তারা চট্টগ্রামের এম এ হান্নান বিমানবন্দরের নাম পরিবর্তন ক রলেন। কেন তারা বঙ্গবন্ধু নভোথিয়েটারের নাম পরিবর্তন করলেন কেন তারা বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রের নাম পরিবর্তন করলেন। এ গুলো তো তারা তৈরি করেন নি।
আমার সবচেয়ে খারাপ লাগতো কমলাপুরে একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নামে একটি স্টেডিয়াম আছে এটার নাম পর্যন্ত বিকৃত করা হয়েছে । আমরা সারাজীবন পড়ে এসেছি ঐ বরিশ্রেষ্ঠের নাম শহীদ মোস্তফা কামাল কিন্তু ঐ স্টেডিয়ামের নাম রাখা হয় বীরশ্রেষ্ঠ মোস্তফা স্টেডিয়াম। কারন কামাল বঙ্গবন্ধুর বড় ছেলের নাম। অতএব কামাল নামে কোন স্থাপনার নাম রাখা যাবেনা । তবে একটা কথা এখন ২০১০ সাল পৃথিবী অনেক এগিয়ে গেছে আমাদের ও উচিত এরকম নাম পরিরবর্তনের নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসা।
পুনুশ্চ: ইহিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহন করেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।