আমাদের কথা খুঁজে নিন

   

শুনছেন নাকি কেউ, জাবির ছেলেরা নাকি ঢাবির ছেলেদের মাইর দিছে।



ছিঃ ছিঃ, এটা কি করলো জাবির সোনার ছেলেরা। অতিথির সাথে কি কেউ এভাবে আচরন করে? হ্যা করে, করতে পারে, যদি সে লীগের কেউ হয়। গতকাল ছিলো আঃন্তবিশ্ব্যবিদ্যালয় ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা। খেলার প্রথমে ঢাবি ১ গোলে এগিয়ে যায়। স্বাভাবিক ভাবেই আনন্দে মেতে উঠে ঢাবির খেলোয়াড় ও দর্শকরা।

এতেই রেগে যায় জাবির লীগের কর্মীরা। ২য় হাফে জাবি গোল করে সমতা আনে। এরপরই তারা খুশীর চোটে নাকি কি কারনে (আল্লাই ভালো জানে) ঢাবির খেলোয়াড়দের পেটাতে শুরু করে এবং ৪ শিক্ষককে অপমানও করে। তারপরও তারা ক্ষান্ত হয় নাই, ঢাবির খেলোয়াড়রা চলে যেতে চাইলে তারা ঢাবির বাস ঢাকা আরিচা সড়কে আটকে রাখে। জাবির ভিসি ও প্রকটরিয়াল বডির লোকজন দাড়িয়ে শুধু তমাশা দেখলো।

এটা যদি দেশ সোনার ছেলেদের সোনার দেশ গড়ার নমুনা হয়, তাইলে থাক, সোনার দেশ গড়ার দরকার নাই, দেশ যেমন আছে তেমনই ভালো। সোর্স : ২৬-১২-২০১০, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রথম পাতা, কলাম ২,।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.