মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দেশের একজন আমজনতা... গত ১৬ই ডিসেম্বর গেল আমাদের বিজয় উৎসব... আমি কেন জানি উৎসব করতে পারিনি... যেতে পারিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে... আমি মাথায় লাগাতে পারিনি বিজয়ের পতাকা... কেন জানেন...?? আমি কোন অধিকারে উৎসব করব...!! যারা আমাদের উৎসব এনে দিল, এত কষ্ট করে, রক্ত দিয়ে, প্রান দিয়ে স্বাধীনতা এনে দিল তাদের হত্যার বিচার আমরা এখনো করতে পারিনি... তাদের হত্যাকারীরা এদেশে বুক ফুলিয়ে ঘোরে বেড়ায় অথচ তারাই এদেশের বিরোধিতা করে, বিরোধিতা করে স্বাধীনতার, বিরোধিতা করে ২৬ শে মার্চের, ১৬ই ডিসেম্বর এর... যারা এনে দিল এদেশের সবুজের বুকে তাজা লাল রক্ত ঢেলে লাল সবুজের পতাকা, আজ তাদের হত্যাকারীরাই, এদেশের লাখো মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীরাই গাড়িতে করে নিয়ে ঘোরে সেই পতাকা...!! আমার দেশের পতাকার এরচেয়ে বড় অপমান হতে পারেনা... শহীদদের সাথে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা হতে পারেনা... আমরা বিশ্বাসঘাতক... আমার কানে কানে শহীদরা বলে, যখন রাজাকার আমাদের দেশের পতাকা নিয়ে ঘোরে, যায় ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তখন তাদের নাকি মন চায় আরেকটা যুদ্ধ করতে... তবে তা রাজাকারদের বিরুদ্ধে নয় আমাদের বিরুদ্ধে... তারা বলে আমরা নাকি রাজাকারের চেয়েও বড় খারাপ... কেনই বলবে না বলুন...!! যারা এত কিছু দিল বিনিময়ে কিছুই চাইল না, শুধু চাইল যে দেশ শত্রু মুক্ত থাকুক... আর আজকে যখন তারা দেখতে পায় তাদের হত্যাকারীরাই এদেশের ক্ষমতার অধিকারী, তাদের বাঁচাতে রাজপথে মিছিল হয়, হত্যা হয়... তখন তাদের হৃদয়টা ব্যথায় কুক্রে উঠে... কিন্তু এপারের হিসাব নিকাশ শেষ করে গিয়েছে বলে আর আসতে পারেনা... আসতে পারলে সেই ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন, আর জীবিত বাকি মুক্তিযোদ্ধারা আরেকবার যুদ্ধ করত, তবে তা আগে আমাদের সাথে... আমি বিজয়ের পতাকা লাগাইনি কারন আমার কোন অধিকার নেই... যারা আমাদের সব দিয়ে গেল, দিয়ে গেল ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর তাদের হত্যাকারীদের বিচার আমরা এখনো করতে পারছিনা... আমরা কোন মুখ নিয়ে ফুল দিতে যাই, কোন মুখে জাতীয় পতাকা উড়াই...!! আজকে কেন এই নরপশুদের বিচারের মুখে এত মানবতা, এত স্বচ্ছতার প্রশ্ন...?? এরা যখন আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের মেরেছিল তারা তোঁ মানবতা দেখায় নি, ধর্ষণ করে হত্যা করার সময় মানবতা কোথায় ছিল, ৬ বছরের শিশুকে পায়ের নিছে পিশে মারার সময় মানবতা ছিল তাদের?? গর্ভবতী মাকে যখন ধর্ষণ করে, পেটের উপর রাইফেলের বেনেট দিয়ে গুতিয়ে গুতিয়ে মেরে ছিল তখন কোথায় ছিল মানবতা...!!! মানুষের জন্য মানবতা, পশুর জন্য নয়... আজকের যে সব সুশীলেরা মানবতার দোহাই দিয়ে এদের বাঁচাতে চায় তারাও এদেশে আবার যুদ্ধ হলে হবে আরেকজন গোলাম আযম, আরেকজন নিজামী, আরেকজন সাইদী... কিন্তু এরা সুযোগ পাচ্ছে না বলে সুশীলের খোলস ব্যাবহার করছে... সুযোগ পেলে এরাও হয়ে উঠবে একেকজন নরপশু যেমন ছিল তাদের বাপেরা... সব শেষে আমার একটাই আবেদন। আমি বিজয় দিবস পালন করতে চাই, চাই মাথায় বিজয়ের পতাকা লাগাতে, চাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে... কিন্তু এই নরপশুদের বিচার না হলে কি করে যাব...??? আমি বিচার না ফাসি চাই... আর যেদিন হবে এদের ফাসি সেদিনেই হবে আমার বিজয় দিবস... সেদিনেই আমি গলা ফাটিয়ে গাইব বিজয়ের গান আর গাওয়ার অনুমতি পাব এই গান... আমার সোনার বাংলা... আমি তোমায় ভালোবাসি...।। ইতি- বাংলার দালাল...।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।