কেনিয়ার রাজধানী নাইরোবিতে দেশটির প্রধান বিমানবন্দর জোমো কেনিয়েত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, আজ ভোর ৫টার দিকে বিমানবন্দরের বর্হিগমন লাউঞ্জের ইমিগ্রেশন বিভাগে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।
দেশটির পরিবহনমন্ত্রী মিখায়েল কামু আগুনকে ভয়াবহ বলে বর্ণনা করে জনসাধারণকে বিমানবন্দর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।