জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
জাভেদ ইকবাল
বয়স মাত্র বাইশ। ঝুলিতে জমা পড়েছে মাত্র তিনটি ছবি। আর তাতেই তিনি রীতিমতো তারকা।
১৫ বছর বয়সে হঠাৎ বাড়িতে বাবা-মাকে বলে বসে মডেলিং করবে। সায় পেতেই শুরু হয় র্যাম্পে হাঁটা। সেখান থেকে বিভিন্ন পণ্যের মডেল। কিন্তু অল্পদিনে এই পুঁচকে মেয়েটাই এমন লঙ্কাকাণ্ড ঘটিয়ে দেবে কে ভাবতে পেরেছিল? ভাবতে অবশ্য কেউই পারেনি। হ্যাঁ, লাখো ভক্তের হৃদয়ে বসবাস করা আনুশকা শর্মার কথা বলছি।
চলচ্চিত্র জগতে আনুশকার আগমন ঘটে সরাসরি শাহরুখ খানের বিপরীতে। এত বড় সুযোগ ক'জনের ভাগ্যে মেলে! অবশ্য আনুশকারও নাকি শুরুতে বিশ্বাস হয়নি। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা জানান, 'শুরুতে আমি নিজেই বিষয়টি বিশ্বাস করিনি। মনে হয়েছিল আদিত্য চোপড়া সম্ভবত মজা করছে। '
তবে 'রব নে বানা দি জোড়ি' ছবিটি ভারতে নয়, সাড়া জাগিয়েছিল পশ্চিমা দুনিয়ায়ও।
আনুশকার কথায়, ২০০৮ সালে ছবিটি মুক্তি পাওয়ার আগে খুব অল্পসংখ্যক লোকই জানত তাকে। কিন্তু ছবি মুক্তির পর নিউইয়র্ক, লন্ডন কিংবা দুবাই সবখানে গিয়েই নাকি নিজের তারকাখ্যাতি উপলব্ধি করেছেন।
প্রথম ছবি 'রাব নে বানা দি জোড়ি' বল্গকবাস্টার হিট। পরের ছবি 'বদমাশ কম্পানি'ও হিট। এত কিছুর পরও তৃতীয় ছবি 'ব্যান্ড বাজা বারাত' নিয়ে খানিকটা চিন্তিত ছিলেন আনুশকা।
কেননা একই দিনে মুক্তি পায় এক ঝাঁক তারকা সম্মিলিত ছবি 'নো প্রবলেম'। তবে শেষ পর্যন্ত সপ্তাহ শেষে আনুশকার মুখেই হাসি ফুটেছে। ১০ কোটি রুপির বাজেটের ১৫ কোটি রুপি আয় করে বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে ছবিটি। অন্যদিকে ৩৫ কোটি রুপির নো প্রবলেম ছবি এখন পযর্ন্ত মূলধন ঘরে উঠাতে পারেনি। তাই বলাবাহুল্য আনুশকার তৃতীয় ছবিও হিট।
কিন্তু তার হাতে ছবি নেই কেন হাজারো ভক্তের মনে এই প্রশ্ন। এত দিন যে যশরাজ ফিল্মের মধ্যে চুক্তিবদ্ধ ছিলেন। 'রব নে বানা দি জোড়ি'র সময় প্রথম তিনটি ছবি করার শর্তে জড়িয়েছিলেন। আর তাই চুক্তি অনুযায়ী যশরাজ ফিল্মের বাইরে কাজ করার অনুমতি ছিল না তার। আর 'ব্যান্ড বাজা বারাত' মুক্তির মধ্য দিয়ে এ শর্ত থেকেও মুক্তি পেলেন আনুশকা।
আর সামনের বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে অক্ষয়ের কুমারের সঙ্গে নিখিল আদবানির 'পাতিয়ালা হাউজ'। এরই মধ্যে অনেক নামকরা পরিচালকের আনাগোনা ভিড় করছে। তবে আনুশকার সাফ কথা, আমার মনের যা করতে ইচ্ছে হয় তাই আমি করি।
একের পর এক হিট নিশ্চয় এবার পিছনে ফেলে দিতে পারবেন হালের কারিনা-ক্যাটরিনাদের? কিন্তু এ বিষয়েও আনুশকার আপত্তি, 'কেন শুধু শুধু এসব তুলনা! আমি তো মাত্র শুরু করলাম!'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।