আমাদের কথা খুঁজে নিন

   

৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু - ফ্যানপেজের স্ট্যাটাসসমুহ।

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

"৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু" ফেসবুকের একটি ফ্যানপেজের নাম। ৪-৫ দিন ধরে সেখানে স্ট্যাটাস দিচ্ছি।

যেসব স্ট্যাটাসগুলো ১০০ এর বেশি পরিমান লাইক পড়েছে সেগুলো এখানে শেয়ার করলাম। ফ্যানপেজের লিঙ্কঃ http://www.facebook.com/thappor আইন্সটাইন একবার বলেছিলেন, " Gravitation is not responsible for people's falling in love" কিন্তু একটি বাংলা সিনেমায় দেখলাম নায়িকা উপর থেকে (গাছ) পড়েছে আর নায়ক ক্যাচ ধরেছে সেখান থেকে তাদের Love হয়েছে। নায়িকা নিশ্চয়ই Gravitation এর কারনেই উপর থেকে নিচে পড়েছিল। যাক বাংলা সিনেমা দিয়েই আইস্টাইনকে ভুল প্রমান করা গেলো। ঘরে এখন যে পরিমান মশা সেটা সাধারন সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়।

Avogadro Number দিয়ে প্রকাশ করতে হবে। 6.023 into 10 to the power 23 পরিমান মশা এখন আমার ঘরে। কি পরিমান থাপ্পড় মারলে মশাগুলা মারা যাবে সে ব্যাপারে আপনাদের মতামত চাচ্ছি। । বড়ই আঁচানক ঘটনা!! গুগুলে ইংরেজিতে উল্লুক মানে " Ulluk" লিখে সার্চ দিলে হুসাইন মোহাম্মদ এরশাদের ছবে আসে ক্যান!!! Is it coincidental or any kind of manipulation ? সাবু যখন রেগে যায়, দূরে কোনো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়।

ইভা* যখন গান গায়, কাছেই সবার মেজাজে অগ্নুৎপাত হয়। * ইভা রহমান। । প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই.................. { n তম পর্যন্ত আমি তোমাকে চাই, (n+1) তম পর্যন্ত তোমাকে চাই, (n+2) তম পর্যন্ত তোমাকে চাই......................... m পর্যন্ত তোমাকে চাই } সুমন চট্টোপাধ্যায়ের গানটি আসলে একটি গাণিতিক অনন্ত ধারার উদাহরন ছিল। পল মারা যাওয়ার কারন হল তাকে প্রেডিক্ট করতে বলা হয়েছিল বাংলাদেশের সিনেমার নায়িকা ময়ুরী কবে জিরো ফিগারের অধিকারী হবেন।

এই প্রশ্ন সে সহ্য করতে পারেনি এবং হার্ট এটাক করে মারা যায়। । অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ জীবনে আমার আপন জন। I tried so hard and got so far, but in the end it doesn't even matter. বোঝাই যাইতেসে Linkin Park তাদের গান In the End আমাদের বাংলা সিনেমা "প্রানের চেয়ে প্রিয়" থেকে মারসে। মশারী টানানোর পর যদি দেখেন মশা সব মশারীর ভিতর।

তাহলে চিন্তার কোন কারন নাই। আরামসে মশারীর বাইরে ঘুমান। মশা ধরার জন্য মশারীর থেকে ভাল আর কিছু নাই। শুভ রাত্রী। ।

আমির খান লগন সিনেমায় শেষ বলে ৬ মেরে জিতিয়ে দেন। এইটা কোন ক্লাইমেক্স হইল!! আমরা আমাদের সাকিব খানকে দিয়ে এর থেকে বেশি ক্লাইমেক্স আশা করি। ১ বলে লাগবে ২৪ রান। তিনি বল হিট করবেন। বলটা চাইর টুকরা হয়ে মাঠের চাইর দিক দিয়া বাইর হইয়া চাইর নায়িকার হাতে গিয়া পড়বে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।