আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে করছিল একটা চড় মেরে ৩২টা দাঁতই ফেলে দিই

>> ১০-১১-১১, রাত আনুমানিক ১১টা। চট্টগ্রামের দেওয়ানহাট। বাসায় যাচ্চিলাম। মডেল ফুড এর মোড়টায়। একজন ভাইয়ার সাথে দেখা।

তার সাথে কথা বলছিলাম। পাশে ডবলমুরিং থানার আশিষ (চাকমা/ মারমা) নামে একজন কনস্টেবল দাড়িয়েছিলেন। সিগারেট এ সুখটান দিচ্ছিলেন। কিন্তু ধোয়াটা আমার খুব লাগছিল। নি:শ্বাস বন্ধ করে থাকার চেষ্টা করলাম।

তাও হচ্ছে না। বাধ্য হয়ে বল্লাম, ভাই, আমার খু্ব অসুবিধা হচ্ছে। সিগারেটটা একটু দূরে রাখেন। উনি আমাকে যা বল্লেন তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এইখানে খাব।

আপনার অসুবিধা হলে আপনি দূরে যান। বাড়াবাড়িতে গেলাম না, শুধু বললাম, আপনি আমাকে কি বলেছেন, সেইটা একটু নিজে ভেবে দেখেন। উনি বললেন, যান মিয়া, আমার কাছে ওইসব কথার কোন মূল্য নাই। ইচ্ছে করছিল একটা চড় মেরে ৩২টা দাঁতই ফেলে দিই। চাইলেই কিছু একটা করতে পারতাম।

কিন্তু ওই ইতর এর সাথে কথা বলতে আমার বিবেক এ বাধছিল। দূরে সরে গেলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.