আমাদের কথা খুঁজে নিন

   

৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু

দ্যা ট্র্যাজিক স্টোরি অফ লাইফ। ছোট বেলায় চিন্তা করতাম, একদিন বড় হইয়া নেই, তখন বাসায় ফিরার সময় নিজেই একটা ডিপ্লোমা গুড়া দুধের কৌটা কিনুম। বাসায় ফিরার পর অর্ধেক দিয়া আইসক্রিম বানামু অর্ধেক এমনি এমনিই খামু। কিন্তু বড় হওয়ার পর সেই শখ আর পুড়ন হয়না। যেইদিন বেতন পাই সেইদিনই মোবাইলের টাচ স্ক্রিন যায়, ল্যাপটপ গুতা খায়, টনসিল ফুইলা যায়।

হায় কোথায় আমার সেই সব শখ!!!দ্যা ট্র্যাজিক স্টোরি অফ লাইফ। ছোট বেলায় চিন্তা করতাম, একদিন বড় হইয়া নেই, তখন বাসায় ফিরার সময় নিজেই একটা ডিপ্লোমা গুড়া দুধের কৌটা কিনুম। বাসায় ফিরার পর অর্ধেক দিয়া আইসক্রিম বানামু অর্ধেক এমনি এমনিই খামু। কিন্তু বড় হওয়ার পর সেই শখ আর পুড়ন হয়না। যেইদিন বেতন পাই সেইদিনই মোবাইলের টাচ স্ক্রিন যায়, ল্যাপটপ গুতা খায়, টনসিল ফুইলা যায়।

হায় কোথায় আমার সেই সব শখ!!!দ্যা ট্র্যাজিক স্টোরি অফ লাইফ। ছোট বেলায় চিন্তা করতাম, একদিন বড় হইয়া নেই, তখন বাসায় ফিরার সময় নিজেই একটা ডিপ্লোমা গুড়া দুধের কৌটা কিনুম। বাসায় ফিরার পর অর্ধেক দিয়া আইসক্রিম বানামু অর্ধেক এমনি এমনিই খামু। কিন্তু বড় হওয়ার পর সেই শখ আর পুড়ন হয়না। যেইদিন বেতন পাই সেইদিনই মোবাইলের টাচ স্ক্রিন যায়, ল্যাপটপ গুতা খায়, টনসিল ফুইলা যায়।

হায় কোথায় আমার সেই সব শখ!!!দ্যা ট্র্যাজিক স্টোরি অফ লাইফ। ছোট বেলায় চিন্তা করতাম, একদিন বড় হইয়া নেই, তখন বাসায় ফিরার সময় নিজেই একটা ডিপ্লোমা গুড়া দুধের কৌটা কিনুম। বাসায় ফিরার পর অর্ধেক দিয়া আইসক্রিম বানামু অর্ধেক এমনি এমনিই খামু। কিন্তু বড় হওয়ার পর সেই শখ আর পুড়ন হয়না। যেইদিন বেতন পাই সেইদিনই মোবাইলের টাচ স্ক্রিন যায়, ল্যাপটপ গুতা খায়, টনসিল ফুইলা যায়।

হায় কোথায় আমার সেই সব শখ!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।