অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
কোম্পানি যে দেশেরই হোক না কেন আসছে তো মোবাইল সেবা দিতেই।
অনেকে মন্তব্য করছে যে ভারতের আরেক আগ্রাসন বাংলাদেশে প্রবেশ করছে অথবা.....
আর বিদেশীরা যদি বাংলাদেশে মোবাইল সেবা দিতে না আসত তবে আমরাও এই সেবা পেতাম না। ভারত এখন এতটাই প্রতিষ্ঠিত যে তাদের দেশে শুধু নয় বাইরের দেশেও মোবাইল সেবা বানিজ্য করতে সক্ষম। আমাদের এমন সক্ষমতা থাকলে হয়তো আমরাও টেলিকম সেবা নিয়ে ভিন্ন কোন দেশে আমাদের দেশীয় নামে অপারেটরে বাংলাদেশের নাম দিতে পারতাম। যেমনটা হয়েছে টেলিভিশন চ্যানেলগুলো দিয়ে।
যা হোক!!! আমরা সচরাচর গ্রামীনফোন, রবি, বাংলালিংক, সিটিসেল, (ওয়ারিদ)/(এয়ারটেল) ব্যবহার করি। আর এ সবগুলো কোম্পানিই বিদেশী। যে দেশ থেকেই আসুক আমাদের দেশের জনগনের জন্য কি সেবা দিতে পারে তা দিয়েই না হয় বিচার করা যাবে? খুব যে আহামরি কিছু অফার করুক তা যেমন আশা করে না কেউ। শুধু যেন বিড়ম্বনায় কেউ না পরে (নেটওয়ার্ক, কাস্টমার কেয়ার), গলাকাটা কলরেট যেন না দেয়, যুগের সাথে তাল মিলিয়ে যেন প্রযুক্তিগত ভাবে সেবা (ইন্টারনেট, এমএমএস ইত্যাদি) এসব আর কি!!!
ধন্যবাদ সবাইকে।
বিঃদ্রঃ ১. কপি পেষ্ট নয়
২. আমি হিন্দু বলে ভারতের গুণগান ও নয়
৩. একটু ভেবে দেখুন
৪. আসলে এয়ারটেল আসার আগ থেকেই বিভিন্ন ওয়েব সাইট এর সমালোচনা গুলো থেকে ভাবলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।