আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফির ইনজুরি শুধুই কি নিয়তি নাকি অন্য কিছু?

বাংলা আমার

মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্যে যা করেছেন তার জন্য জাতি আজ তার প্রতি কৃতজ্ঞ। তিনি ইনজুরির সাথে যে ভাবে সংগ্রাম করে চলেছেন তা অবশ্যই প্রশংসনীয়। তিনি যে ভাবে চেষ্টা করে চলেছেন তা থেকে শুধু ক্রিকেটার কেন যে কোন পেশাজীবির মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্ত আর কত? তার উপর যে আর একদমই ভর্ষা করা যাচ্ছে না। হয়তো তিনি এবং আমার মতো তার অগণিত শুভাকাঙ্খিরা নিয়তিকেই দায়ি করছে তার এ পরিণতির জন্যে।

কিন্তু শুধুই কি নিয়তিই দায়ি এ জন্যে? আমার কিন্তু মনে হয় অন্য কিছু। একজন ফাস্ট বোলার তার বলের গতির জন্যই পরিচিতি লাভ করে থাকে। বলের গতি বারানোর জন্যে বেশী প্রয়োজন হাতের পেশী এবং চওড়া ঘাড়। মাশরাফি যখন ক্যারিয়ার শুরু করে তখন তিনি ‘ছিপছিপে গড়নের অধিকারি ছিলেন’। অর্থাৎ লম্বা ছিলেন তবে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকান ফাস্ট বোলারদের মতো হাতের পেশী কিংবা চওড়া ঘাড় তার ছিল না।

বলের গতি বারানোর জন্যেই হয়তো মাশরাফি নিয়মিত জিম করতে থাকেন যাতে তার পেশীশক্তি বৃদ্ধি পায় এবং তার ঘাড় চওড়া হয়। মোটামটি খুব কম সময়ের মধ্যেই মাশরাফি তার লক্ষে পৌছে যান। তার ওজনও বেশ বৃদ্ধি পায়। কিন্তু এই পেশীশক্তি বারানোটাই যেন তার জন্যে কাল হয়ে যায়। হঠাৎ করে শরীরের ওজন বৃদ্ধি পাওয়াতে, মাশরাফি তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে।

যার কারণে একটু অসাবধানে পা ফেললই তিনি মাটিতে লুটিয়ে পরেন। পেশীশক্তি বারানো একটি দীর্ঘমেয়াদী কাজ। স্বল্প সময়ের মধ্যে এটা করতে গেলে শরীরের ক্ষতি হতে পারে কারণ শরীর এডজাস্ট করতে পারে না ওতো তারাতারি। আমার বিশ্বাস মাশরাফির ক্ষেত্রেও তাই হয়েছে। মাশরাফির এখন উচিত তার ওজন কমানো।

তাহলে হয়তো তিনি কিছুটা ভারসাম্য ফিরে পাবেন। আশা করবো মাশরাফি আবারও সুস্থ হয়ে উঠবেন এবং বল ও ব্যাটে মাঠ কাপাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।