আমাদের কথা খুঁজে নিন

   

আবার মাশরাফির চোট

তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে খেলতে পারবেন না দেশসেরা পেসার।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ শেন জার্গেনসেন জানান, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সময় বাঁ পাজরের পেশিতে টান পড়ে মাশরাফির।

এরপর বাংলাদেশ দলের ব্যবস্থাপক আকরাম খান জানান, বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরতে হবে মাশরাফিকে। অ্যাপোলো হাসপাতালে স্ক্যান করানোর পর তার চোটের অবস্থা বোঝা যাবে।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর একই জায়গায় চোটের কারণে দলের বাইরে চলে যেতে হয়েছিল মাশরাফিকে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও তিনি খেলতে পারেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে অবশ্য খেলেছিলেন।

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে সাফল্য এনে দিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন মাশরাফি। সামান্য চোট নিয়ে খেললেও নেপালের বিপক্ষে পরের ম্যাচেও ভালো বল করেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.