মাশরাফিকে নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না। মাশরাফি সুস্থ হয়ে উঠলে ওকে দলে নিতেই হবে। না নিলে দেশবাসী আছে। বাংলাদেশ চিরদিন বাংলাদেশের মাটিতেই খেলবেনা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খেলতে হবে, তখন স্পিন এ্যাটাকে কাজ হবে না।
বাংলাদেশের পেস বোলারদের মধ্যে মাশরাফি একেবারেই অন্যরকম। কিন্তু ইনজুরি ওর সবচাইতে বড় শত্রু। কিন্তু এটাকে পুজি করে ওকে বিশ্বকাপের দলে না রাখাটা চরম অন্যায় বলেই মনে হয়েছে। খেলা শুরু হতে আরো অনেক দিন বাকি। এতোদিনে মাশরাফি ফিট হয়ে যেতো বলেই মনে হচ্ছে।
আর বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেলে মাশরাফির প্রয়োজনটা আরো বেশী হয়ে যেতো।
নিজের বিবেক কেনো জানি বারবার বলছে, নির্বাচকরা ভুল করে ফেললো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।