বাংলা বর্ণমালায় আরও কিছু শব্দ বাকি আছে। সে শব্দগুলোও রাজাকার কুত্তার বাচ্চাদের গালির জন্য ব্যবহারের এখনি মোক্ষম সময় এসেছে। আজ সামুতে সরকার দলীয় কিছু রাজাকারের নাম দেখলাম। সময় এসেছে তাদেরকেও না বলার। মনে রাখতে হবে, ‘রাজাকার সে সবসময়ই রাজাকার’ তার কোন দল নেই, পরিবার নেই।
তাদের প্রতি সহানুভুতি দেখানো স্বাধীণ বাংলাদেশের জনগনের সঙ্গে রাজাকারি হবে। হয়ত আমাদের পরবর্তী কোন এক প্রজন্ম তখন আমাদেরও বিচার চাইবে। শ্লোগান দেবে, কুশপুত্তলিতা জ্বালাবে।
আমার সঙ্গে ব্লগার বন্ধুরা নিশ্চয়ই একমত। কোন নির্দিষ্ট দল আমাদের প্রতিপক্ষ না।
সকল রাজাকার, দেশদ্রোহীই আমাদের প্রতিপক্ষ। সুতরাং মনে রাখতে হবে লেবাস পরিবর্তন করলেই সে প্রগতিশীল কিংবা মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয়ে যায় না। এতোদিন সুযোগ ছিল না, এখন সুযোগ এসেছে। সমস্বরে রাজাকার বর্জনের ঘোষণা দেওয়ার। প্রজন্ম চত্ত্বর থেকে দাবি তুলে বিচারের আওতায় আনতে হবে বাকি রাজাকারদের।
সংসদ থেকে সদস্য পদ বাতিল করতে হবে, দল থেকে বাতিল করারও এখনি সময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।