লিভারপুল , ম্যান ইউ ছাড়াও আরো অনেক ক্লাবকে লাল রঙের জার্সি পরতে দেখা যায় । অল রেড , রেড ডেভিল কতশত লাল কেন্দ্রিক বিশেষণ ! একবার এক সায়ান্স জার্নালে দেখেছিলাম লাল রঙ নাকি মানুষের মনে ভয়ের আবহ তৈরী করে । প্রতিপক্ষর মনে ভয় ডর ঢুকানোর জন্যই কি দলগুলোর এই লাল প্রীতি নাকি ?! কি জানি হয়তো , হয়তো না । দলগুলোর লাল প্রীতির ব্যাপারটা নিশ্চিত হওয়া না গেলেও আমার নিজের লাল ভীতির ব্যাপারটা শত ভাগ নিশ্চিত । লাল রঙ সত্যি আমার ভালো লাগে না , যেমন ভালো লাগে না লাল রক্ত দেখতে ।
একটা সময় টিভিতে কোথাও রক্ত দান কর্মসুচির খবর দেখানো হলে , দৌড়ের উপর চ্যানেল চেঞ্জ করতাম। কেউ রক্ত দিচ্ছে দেখলে গা শিরশির করে উঠত । অথচ দেখুন ভাগ্যের নির্মমতায় ক্যান্সার যখন আমার মা'কে মৃত্যু পথের যাত্রী বানালো তখন সেই আমিই মা' কে ব্যাগের পর ব্যাগ রক্ত দিতে গিয়ে একটুকও ভিত হয়নি , একটি বারও গা শিরশির করেনি । সেই শুরু, এরপর আমি আরো বহুজনকে রক্ত দিয়েছি , নির্ভয়ে । আসলে আমার যেটা মনে হয় কিছু সময় গুলোই এমন , যা মানুষকে বদলে দেয় ।
কিছু বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারি না । হয় আপনি সেই ঘটনার মহৎ চরিত্র হোন নতুবা খলনায়ক । মধ্যম পন্থা অপসনটা এসব ক্ষেত্রে ডিসএবলড । অনেক দিন পরে আবার নিজের বদলে যাওয়াটা টের পাচ্ছি । অনুঘটক এবারও মা , 'দেশ মা ' ।
অনেকে হয়তো মনে করতে পারেন বাড়াবাড়ি ,আদিখ্যেতা অথবা হুজুগ বলে উড়িয়ে দিতে পারেন । দিন , আমি একটুও মাইন্ড করবো না । আমি - আমাদের মাইন্ড করার সময় এখন না । যারা বুঝে না বুঝে দুরে সরে আছেন তাদের জন্য আমার শুধু করুনাই হয়। আমরা আমাদের মা কে ভালবাসি ।
কেউ চোখের সামনে ধর্মের দোহাই দিয়ে মাযের গলায় ছুরি চালানোর চেষ্টা করবে আর আমরা কিছুই বুঝে উঠতে পারব না , চোখ বন্ধ করে আস্তিক -নাস্তিক ধ্যানে নিমগ্ন থাকবো ,দলীয় নেতাদের মর্জির জন্য অপেক্ষা করবো ,অতটা অপদার্থ আমরা না । ......................................... 'শুভ্র ' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।