মাথার মধ্যে গেঁথে থাকা চার ইঞ্চি লম্বা একটি ছুরির ফলা নিয়ে তিন বছর ঘুরে বেড়িয়েছেন ব্রাজিলের এডিলসন নাসিমেন্তো। সহ্য করেছেন দুঃসহ যন্ত্রণা। কিন্তু আর পেরে উঠতে পারছিলেন না। অবশেষে অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে ছুরির ফলাটি বের করেছেন চিকিৎসকেরা।
গাড়ির টায়ার মেরামতকারী নাসিমেন্তোর বয়স ২৯ বছর।
গত শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, তিন বছর আগে একটি পানশালায় মারামারি শেষে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। একটি ছুরি তাঁর মাথায় গেঁথে যায়। হাসপাতালে গেলে চিকিৎসকেরা তখন শুধু ছুরি থেকে হাতলটি সরিয়ে ফেলেন। তাঁরা ভয় পেয়েছিলেন। কারণ, ছুরির ফলা বের করা হলে যদি তাঁর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
এই আশঙ্কায় তখন ফলাটি বের করা হয়নি। মাথায় গেঁথে থাকা ওই ফলা নিয়ে তিন বছর ঘুরে বেড়িয়েছেন তিনি। কিন্তু অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন না। অবশেষে সিদ্ধান্ত নেন, ছুরির ফলা বের করে ফেলবেন, তাতে যা হয় হবে। চলতি সপ্তাহের প্রথমদিকে তিনি রেসিফি শহরের একটি হাসপাতালে ভর্তি হন।
তিন ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা ফলাটি বের করে ফেলেন।
নাসিমেন্তো আশা করছেন, আগামী সপ্তাহেই তিনি হাসপাতাল ছাড়তে পারবেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।