আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুন লেগে প্রায় তিনশ ঘর পুড়ে গেছে।

জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে কল্যাণপুর নতুন বাজারের পিছনে ওই বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে অগ্নি নির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিলুফার জানান। মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি জমিতে গড়ে ওঠা এই বস্তিতে হাজার তিনেক ঘর তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রায় তিনশ ঘর আগুনে পুড়ে গেছে। তবে এয়ক্ষতির বিস্তারিত বিবরণও জানাতে পারে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষননি ওসি। এলাকাবাসী জানায়, কয়েক বছর আগেও একবার এই বস্তিতে আগুন লেগেছিল। এ কারণে অনেকেই একে ‘পোড়া বস্তি’ নামে চেনে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি আগারগাঁও বাজার বস্তিতে আগুন লেগে পাঁচ শতাধিক ঘর পুড়ে যায়। ২১ জানুয়ারি রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন এক বস্তিতে আগুন লেগে পুড়ে যায় প্রায় ৪০টি ঘর ও ২৫টি রিকশা ।

আর গত বছর ১৮ নভেম্বর হাজারীবাগের বউবাজার বস্তিতে আগুনে পুরে ১১ জন নিহত হন। lick this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।