আমাদের কথা খুঁজে নিন

   

২০৫০ সালে বিশ্বে মোট অভিবাসী ৪০০ মিলিয়ন



২০৫০ সালে বিশ্বে মোট অভিবাসীর সংখ্যা ৪০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। অর্থাৎ বিশ্বের বর্তমান মোট জন্যসংখ্যার ৭ শতাংশই অভিবাসী হবে। জেনেভা ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ইতিমধ্যে আগের যেকোনো সময়ের চেয়ে অভিবাসীর সংখ্যা অনেক বেড়েছে। র্বতমানে তাদের সংখ্যা এক বিলিয়ন ।

আগামী ২০ বছর একই হারে বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ অভবিাসীর সংখ্যা দাঁড়াবে ৪০৫ বিলিয়ন। এ প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ সালে মোট অভিবাসীর সংখ্যা ২১৪ মিলিয়নে দাড়ায়। যা ২০০৫ সালে ১৯১ মিলিয়ন ছিল। আগামী ৪০ বছরে বিশ্বে অভিবাসীর সংখ্যা ৬৮ শতাংশ বাড়বে। আইওএম-এর দাবি, উন্নয়নশীল দেশগুলোতে উল¬খেযোগ্য হারে দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং উন্নত দেশগুলোতে জনশক্তি বেড়ে যাওয়ায় অভিবাসীর সংখ্যা বাড়ছে।

র্বতমানে অভিবাসীদের পছন্দের র্শীষে আছে যুক্তরাষ্ট্র। এ ছাড়াও অভিবাসীদের পছন্দের তালিকায় রাশিয়া, জার্মানি, সৌদি আরব, কানাডা, স্পেন, ভারত ও ইউক্রেনের নাম আছে। এশিয়া, আফ্রিকা ও লাতনি আমেরিকার উন্নয়নশীল দেশগুলো হবে নতুন অভিবাসীদের গন্তব্য স্থল। আইওএম জানায়, ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর দক্ষ জনশক্তি বেড়ে যাবে। এর সংখ্যা শিল্পোন্নত দেশগুলোর মোট জনশক্তি থেকে বেশি হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।