যারা ওয়েবসাইট তৈরীর সাথে জড়িত, তাদের বিভিন্ন ডোমেইন প্রোভাইডার যেমন: গোড্যাডি, ওয়ান অ্যান্ড ওয়ান ইত্যাদি সাইটগুলোতে ডোমেইন নিবন্ধনের জন্য প্রায়ই যেতে হয়। তারা হয়তো এই খবর পেয়ে চমত্কৃত হবেন না, তবে যারা জানেন না - তাদের জন্য জানিয়ে রাখছি।
ডোমেইন কিনতে গেলে আমাদের প্রথম পছন্দই হয়ে দাঁড়ায় .com ডোমেইন। কিন্তু, এতো হাজারও কোটি ওয়েবসাইট ইতোমধ্যেই .com ডোমেইন ব্যবহার করছে যে, নিজের পছন্দ মতো ডোমেইনটি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তাই এবার পছন্দসই নামে ডোমেইন খুঁজে নেওয়ার সুযোগ দিতে আসছে আরও কিছু TLD বা, টপ লেভেল ডোমেইন। ইতিমধ্যে টিভি চ্যানেলগুলোর জন্য .tv ও এফএম রেডিও'র জন্য .fm বাংলাদেশে বেশ জনপ্রিয় হওয়ায় নতুন ডোমেইনগুলো যে আপনাদের অপছন্দ হবে না, তা নিয়ে আশা রাখছে কর্তৃপক্ষ। চলুন আগে দেখে আসি কি কি নতুন ডোমেইন নাম যোগ হতে যাচ্ছে আমাদের জন্য -
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।