অ আ ক খ গ ঙ
দেশ আউগাইয়া যাইতাছে। আগে শুধু উচ্চ ক্লাসের কিছু লোক যাগো বাসায় সিডি প্লেয়ার বা কম্পিউটার আছে তারাই পর্ণ ফিল্ম দেখত।
এরপরে আইলো ডিজিটাল মোবাইলে যুগ। মোবাইলে মোবাইলে পর্ণ ফিল্ম চইলা আইল। অক্ষন শুনতাছি টিভির স্ক্রীনে পর্ণ ফিল্ম দেখাইতাছে।
তাও আবার ঘরের ভিত্রে না, জনগুরুত্বপূর্ণ স্থান শাহজালাল আন্তঃর্জাতিক এয়ারপোর্ট এর টিভি স্ক্রীনে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকার বিশাল প্লাজমা টিভিতে শুক্রবার পবিত্র আশুরার দিনে প্রায় ২ ঘণ্টা দেখানো হয়েছে ব্লু-ফিল্ম। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন যাত্রী, দর্শনার্থী, নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় নাজমুল হক নামের এক অপারেটরকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ আদালতে পাঠালে গতকাল আদালত তাকে দু’মাসের কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ জানায়, বিমানবন্দরের পার্কিং এলাকার টিভিতে বিজ্ঞাপনের বদলে শুক্রবার সকাল ১০টায় হঠাত্ ব্লু-ফিল্মের প্রদর্শন দেখে হতবাক হয় সবাই।
সকাল ১১টা থেকে প্রায় ১ ঘণ্টা পর্যন্ত ব্লু-ফিল্ম প্রদর্শন এবং নারী কণ্ঠের অশ্রাব্য শব্দে অনেক যাত্রী স্ত্রী-সন্তান নিয়ে লজ্জায় তড়িঘড়ি বিমানবন্দরে ঢুকে পড়েন।
বিমানবন্দরের সংশ্লিষ্টরা খুঁজতে খুঁজতে ওই টিভির অপারেটিং রুমে গিয়ে দেখেন বেসরকারি প্রতিষ্ঠান ইউনিক লিমিটেডের অপারেটর নাজমুল হক ঘুমাচ্ছে। সে নিজে ব্লু-ফিল্ম দেখার সময় ভুলে জ্যাক লাগিয়ে দেয় পার্কিং এলাকার প্লাজমা টিভিতে। ব্লু-ফিল্ম দেখার সময় অপারেটর নাজমুল ঘুমিয়ে পড়ে বলে বিমানবন্দর সূত্র জানায়। সিভিল এভিয়েশন কর্মকর্তারা তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে
সূত্র: Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।