আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

 

[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনী অভিক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি বলপয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। ]

১. 'প্রাঞ্জলতা' শব্দের অর্থ কী?

ক. সহজবোধ্যতা খ. প্রাণতুল্য

গ. অত্যন্ত কঠিন ঘ. দুর্বোধ্য

২. গফুর কসাইয়ের কাছে মহেশকে বিক্রি করল না কেন?

ক. জমিদার কর্তার ভয়ে

খ. মহেশের প্রতি তার আপত্য স্নেহের কারণে

গ. কসাই গরুটাকে জবাই করবে বলে

ঘ. কসাইয়ের সঙ্গে দামে বনিবনা হয়নি বলে

৩. 'পরার্থে' কোন ধরনের কবিতা?

ক. নীতিকথামূলক খ. দেশপ্রেমমূলক

গ হাস্যরসাত্মক ঘ. ব্যাঙ্গাত্দক

৪. কবিতার নাম 'দুর্মর' কেন করা হয়েছে?

ক. বাঙালিদের দুঃসহ মৃত্যুকে স্মরণ করে

খ. শোষণ-বঞ্চিত বাঙালিদের কষ্ট স্মরণ করে

গ. বাঙালিদের সরলতা স্মরণ করে

ঘ. বাঙালিদের কঠিন প্রাণ স্মরণ করে

৫. 'মৃত্তিকার মুক্তি' বলতে কী বোঝায়?

ক. মাটির কঠিন বুকে বেদনা সুষ্টি

খ. মাটি থেকে প্রাণরস আহরণ

গ. মেঘ থেকে বারি বর্ষণ

ঘ. সুন্দরের প্রাণমূর্তি প্রতিষ্ঠা

৬. কোন ধরনের রচনায় মশাররফ হোসেন বিশেষ কৃতিত্ব দেখান?

ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস গ. সাহিত্যরস ঘ. প্রবন্ধ

৭. 'সতত তোমারি কথা ভাবি এ বিরলে। ' কবি কার কথা ভাবেন?

ক. কপোতাক্ষকে খ. মাতৃভূমিকে

গ. বঙ্গজনকে ঘ. সাগরদাঁড়িকে

নিচের উদ্দীপক পড় এবং ৮নং প্রশ্নের উত্তর দাও।

ব্রিটিশের কবল থেকে দেশকে উদ্ধারের জন্য বিপ্লবী অগি্নমন্ত্রে দীক্ষিত তরুণ ক্ষুদিরাম। ১৯০৮ খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বাংলার গভর্নর ফ্রেজারকে হত্যা করার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ব্রিটিশ সরকার তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড প্রদান করেন।

৮. 'দুরন্ত পথিক' প্রবন্ধের দুরন্ত পথিক এবং ক্ষুদিরাম দুজনই-

র. স্বাধীনতাকামী রর. দুর্গম পথের যাত্রী ররর. মুক্তি সৈনিক

কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

৯. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত তারিখে শহীদ হয়েছিলেন?

ক. ২০ এপ্রিল, ১৯৭১ খ. ১০ জুন, ১৯৭১

গ. ১৯ নভেম্বর, ১৯৭১ ঘ ১০ ডিসেম্বর, ১৯৭১

১০. 'বই পড়া' এবং 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ দুটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে_

র. জ্ঞানচর্চায় রর. সাহিত্য চর্চায় ররর. আত্মার মুক্তিতে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর (গ) ররর (ঘ) র, রর ও ররর

১১. কত তারিখে শেখ মুজিবকে 'রাজনীতির কবি' বলা হয়েছিল?

ক. ১৯৭০ সালের ৭ মার্চ খ. ১৯৭১ সালের ৫ এপ্রিল

গ. ১৯৭০ সালের ৫ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ৭ এপ্রিল

১২. 'স্বাধীনতা তুমি' কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?

ক. যথার্থ চিত্রকল্প চয়ন খ. চরিত্র চিত্রণ

গ. কবিতার আঙ্গিক গঠন ঘ. ভাবগাম্ভীর্য

১৩. কোন যুদ্ধে হজরত মুহম্মদ (স.)-এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল?

ক. বদর যুদ্ধে খ. ওহুদ যুদ্ধে

গ. আহযাব যুদ্ধে ঘ. খয়বরের যুদ্ধে

১৪. 'এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস'- কোনগুলো?

ক. ছড়া ও গান খ. ছড়া ও গৎ

গ. রূপকথা ও উপকথা ঘ. প্রবাদ ও প্রবচন

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫নং প্রশ্নের উত্তর দাও।

গাঁয়ে নরেন চক্রবর্তীর একমাত্র মেয়ের মহাধুমধামে বিয়ে হচ্ছে।

সঙ্গে আয়োজন হয়েছে মহাভোজের। গাঁয়ের হিন্দু পাড়ার সবাই নিমন্ত্রণ খেতে ছুটে আসছে। কলিম মাঝিই একমাত্র এ গাঁয়ের দরিদ্র মুসলমান। সেও নিমন্ত্রণ খেতে ছুটে গেল। ভোজসভার এক সারিতে সে খেতে বসতে গেলে নরেন চক্রবর্তী অচ্ছুত ভেবে বলে উঠল, "অ মর্, কাউকে ছুঁয়ে ফেলবি না কি?" কলিম মাঝি বিনীত কণ্ঠে বলল, "না বাবু ঠাকুর, ছোঁব কেন, ছোঁ ব না।

দু মুঠো দিলেই চলে চাব। "

১৫. উদ্দীপকের নরেণ চক্রবর্তী 'মহেশ' গল্পের কোন চরিত্রের প্রতীক?

ক. গফুর মিঞার খ. তর্করত্নের

গ. ব্রাহ্মণ জমিদারের ঘ. শিববাবুর

১৬. গফুর কার কাছে পিতলের থালাটি বন্ধক রাখল?

ক. বংশীর কাছে খ. শিববাবুর কাছে

গ. তর্করত্নের কাছে ঘ. মানিক ঘোষের কাছে

১৭. 'বঙ্গবাণী' কবিতাটি কোন শতকে রচিত?

ক. ষোড়শ শতকে খ. সপ্তদশ শতকে

গ. অষ্টদশ শতকে ঘ. ঊনবিংশ শতকে

১৮. 'তীর্থ সলিল' ও 'তীর্থ রেণু' গ্রন্থ দুটি সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা?

ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস

গ. গল্পগ্রন্থ ঘ. অনূদিত কবিতার সংকলন

১৯. 'মাগো ওরা বলে' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোন গানটি?

ক. ধনধান্য পুষ্পে ভরা খ আমার ভাইয়ের রক্তে রাঙানো

গ. আমার সোনার বাংলা ঘ. এক সাগর রক্তের বিনিময়ে

২০. 'দুই মুসাফির' গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-

র. শিল্পকলার অমরত্ব রর. পার্থিব প্রাচুর্যের অসারতা

ররর. মানুষের স্বার্থপরতা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

২১. ইন্দ্রের সভায় বেহুলা নেচেছিল কেন?

ক. নাচের দক্ষতা প্রদর্শনের জন্য

খ. দেবতাগণ নাচতে বাধ্য করেছিলেন

গ. বিনোদনে দেবতাদের তুষ্ট করার জন্য

ঘ. মৃত স্বামীকে বাঁচিয়ে তোলার জন্য

২২. ক্যাম্প কমান্ডার মুক্তিযোদ্ধার লেখা খাতাটা লেখকের হাতে কেন দিয়েছিলেন?

ক. পড়ে সময় কাটানোর জন্য

খ. পত্রিকায় প্রকাশ করার জন্য

গ. মুক্তিযোদ্ধাদের জীবনাভূতি জানানোর জন্য

ঘ. বাড়িতে নিয়ে যাবার জন্য

২৩. 'অভিযাত্রিক' কবিতার সর্বশেষ চরণ কোনটি?

ক. এই স্বাক্ষর তরুণ প্রাণের অরুণ রক্তক্ষরা

খ. বিনিদ্র অাঁখি তারকার সম, পথে পথে তারা চলে

গ. সব যুগে যুগে সব কালে টিকা ভাস্বরে শোভে ভাল

ঘ. সেই তো জীবন, জয় গৌরবে হেসে ওঠে ঝলমল

২৪. কবি দ্বিজেন্দ্রলাল রায় কোথায় জন্মগ্রহণ করেন?

ক. ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে

খ. বরিশাল জেলার বাসণ্ডা গ্রামে

গ. নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামে

ঘ. নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে

নিচের উদ্দীপকটি পড় এবং ২৫-২৬ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও।

রহমান সাহেব বিপুল সম্পদের মালিক হয়েও সংবেদনশীল মনের মানুষ। বাজার করে আসার সময় চাকরের বোঝা একটু বেশি ভারী হয়েছে দেখে একটি ব্যাগ নিজের হাতে তুলে নিলেন। চাকরটি বেশ আরাম বোধ করল।

২৫. রহমান সাহেবের কাজটিতে 'উমর ফারুক' কবিতার যে বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে_

র. আইনের শাসন রর. সাম্যবাদ ররর. ন্যায়বিচার

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র ও ররর

২৬. বৈশিষ্ট্যটি নিচের কোন চরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ?

ক. ইসলাম বলে, সকলে সমান, কে বড় ক্ষুদ্র কেবা

খ. আমি তোমাদের প্রতিনিধি, মোর অধিকার নাই

গ. মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী

ঘ. ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি

২৭. 'ফরাসিদের পারী নগরীর নামে পৃথিবীসুদ্ধ লোক মায়াপুরীর স্বপ্ন দেখে'- এখানে 'মায়াপুরী' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. রূপকথার কল্পিত বাগান

খ. রূপকথার কল্পিত শহর

গ. রূপকথার কল্পিত প্রাসাদ

ঘ. রূপকথার কল্পিত নগর

২৮. 'বাংলা কবিতার ছন্দ' গ্রন্থের রচয়িতা কে?

ক. আবদুল কাদির খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. সত্যেন্দ্রনাথ দত্ত ঘ. মোহাম্মদ মনিরুজ্জামান

২৯. শিল্প বিপ্লব হয়েছিল কত বছর আগে?

ক. একশ বছর খ. দুইশ বছর

গ. তিনশ বছর ঘ. চারশ বছর

৩০. লেখক মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?

ক. শিখা খ. দৈনিক ইত্তেফাক

গ. সাপ্তাহিক খাদেম ঘ. নারীশক্তি

৩১. 'বেণু বনে বায়ু নাড়ে এলোকেশ'- এখানে 'এলোকেশ' বলতে কাকে বুঝানো হয়েছে?

ক. কালো মেঘকে খ. বাঁশবনকে

গ. বটগাছকে ঘ. বিরহিণীর মাথার চুলকে

 

[চলবে]

 

উত্তর : ১.ক ২.খ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.ক ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.ক ২১.ঘ ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.ঘ ২৭.গ ২৮.ঘ ২৯.খ ৩০.ক ৩১.ঘ

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.