আমাদের কথা খুঁজে নিন

   

আততায়ীর হাতে আত্নহত্যা

এখানে গাধাদের প্রবেশ করা নিষেধ

কোন এক নির্লিপ্ত ভোরে অতি জাগতিক সব মোহ উপেক্ষা করে এই গ্রহের মানুষ সব,হয়ে উঠবেন দার্শনিক । পিশাচের আর্তনাদে স্বপ্ন গাংচিলের দেহ থেকে ঝরে পড়বে কামোনাদ্দীপ্ত সব পালক । স্বর্গলোক থেকে দেবতারা চাইবেন ক্ষমা , রেফ্ল্যাশিয়া ফুলের দুর্গন্ধে আনন্দে মেতে উঠবেন অনিন্দ্য সুন্দরী উর্বশীরা । অস্থির দেবতারা জননাঙ্গে খোজবেন অমৃতলোকের পথ । নিয়মের স্তর সজিয়ে গড়ে তোলা স্বর্গলোক মুহুর্তেই পরিনত হবে নরক নামক মর্তে , দেবতারা তাতেও থাকবেন খুশি কারন তারা পাবেন অসংখ্য জননাঙ্গ এবং তাদের সরু পথ । আর আবেগের স্রোতগ ঝর্নায় অবগাহিত তরুন পদদলিত করবে দান্তের নরক থেকে উঠে আসা জল্লাদ , কিন্তু প্রার্থনা করবে আত্নহত্যা তার একান্ত আপন আততায়ীর কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।