আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগ দিবসে সামুর অনুষ্ঠানে যাওয়া.....একজন ব্লগারের অশ্লীল বক্তব্য এবং আমার অনুভূতি....



দুপুর থেকেই মনটা ভালো নেই.....বিশেষ করে পানি সংকট এবং গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে আমাদের এই তিলোত্তমা রাজধানীতে। তার উপর জ্যাম তো আছেই.... যাব, যাব না.....দ্ধিধা-দ্বন্দের মাঝেই রওয়ানা দিলাম বাংলা ব্লগ দিবসের অনুষ্ঠানে। অনেক আশা আর রোমঞ্চ নিয়েই সাম হোয়ার ইন এর অফিসে গেলাম ...সন্ধ্যার খানিকটা পরেই...নতুন নতুন ব্লগারদের সাথে দেখা হবে....কথা হবে..পরিচয় হবে....ভেবে খানিকটা পুলকিত ও বোধ করছিলাম.... অনুষ্ঠন শুরুর প্রায় প্রথমেই পৌঁছে গেলাম ইসলাম লজে..... কথা মালা চলছে....চলছে...ফুচকা, জিলাপি খাওয়ার পালা...আড্ডা বেশ জমে উঠল... সেরা কয়েকজন ব্লগার তাদের অনুভূতি ব্যক্ত করলো.....নাফিস ইফতেখারের বক্তব্য ভালো লেগেছিল.... বিজয় দিবস উপলক্ষ্যে সেরা দশজন লেখকের নাম ঘোষণা করা হল....কিন্তু বিধিবাম কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না,,,,পুরষ্কার দেওয়ার জন্য..... সর্বশেষ একজনকে পাওয়া গিয়েছিল...সম্ভবত ভার্সুয়াল কে..... তাকে দিয়েই পুরষ্কার প্রদান অনুষ্ঠান শেষ করা হল..... ক্রমান্বয়ে...২০০৫ সালে অর্থাৎ সামু প্রতিষ্ঠার পর যে কয়জন ব্লগার ব্লগ করতেন তাদের পরিচয় করে দেওয়া হল....তারা তাদের অনুভূতি জানালেন....বেশ ভালো লাগল....এর পর ২০১০ সালের নবাগত ব্লগারদের পরিচয় করিয়ে দেওয়া হল..... শেষে গোল করে সবাইকে দাঁড় করিয়ে প্রত্যেকের নাম এবং সামুর কাছে প্রত্যাশা জানতে চাওয়া হয়...... নুরন্নেসা আপার পরামর্শগুলেঅ ভালো লাগল... কিন্তু যেই.....মনসুর নামক এক ব্লগারের নিকট মাইক্রোফোন দেওয়া হল...সে ছাগু বিষয়টা তুলে ধরে একটি রাজনৈতি দরকে যেভাবে গালাগালি করলো....তা ভাষায় প্রকাশ করার মত না... আমি এখানে রাজাকার-ভাদাকার-ছাগু নিয়ে কথা বলতে চাই না..... আমি অবাক হয়ে গেছি সে যেভাবে এতগুলো মানুষের সামনে অশ্লীল কথা বললো...তা কি কোন ভদ্র লোকের শোভা পায়>...... তাছাড়া এই ধরণের মিলনমেলা...একটা সামাজিক অনুষ্ঠান ....এখানে তো ন্যুনতম ভদ্রতা বজায় রাখা উচিত.....এখানে বয়োবৃদ্ধ নুরুন্নেসা আপা ( যিনি আমার মায়েরও বড় হবে) থেকে ....পরিচালক জনা আপুর ৩/৪ বছরের মেয়েও ছিলো ,,.....তাদের সামনে এভাবে অশ্লীল বাষা ব্যবহার করে অনুষ্ঠানের সকল আযোজনকে কলুষিত করা হয়েছে..... আমার সবচেয়ে আশ্চর্য্য লেগেছে.....আমার পাশের অপরিচিত অনেক ব্লগার ঘটনার আকস্সিকতায়....যখন বিরক্ত তখন অনুষ্ঠানের মডারেটরদের এ ধরণের বক্তব্যে বাধা প্রদানে কোন তৎপরতা লক্ষ্য করা যায় নি...... তাই মডারেটরদের প্রতি তীব্র ধিক্কার জানাই...... .....................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.