আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গল পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

গত রবিবার দিনভর বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে শ্রীমঙ্গল পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা। সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত এসব মনোয়নপত্র গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ ও রির্টানিং অফিসার মোঃ তকদির আহম্মদ। রবিবার সকাল সোয়া ১০ টায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্নবাসন সম্পাদক এম. এ. রহিম। পরে বিকেল ৪টায় মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান পৌর মেয়র ও সাবেক সংসদ সদস্য মো. আহাদ মিয়া।

এছাড়া অন্যান্যদের মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা জজ শীপের এপিপি এডভোকেট ভূবনেশ্বর পুরকায়স্থ (টুকন), লন্ডন প্রবাসী ও কমিউনিটি নেতা মো. আব্দুল মুবিন তফাদার, ছাত্রনেতা খোকন সিংহ ও নজরুল ইসলাম। শ্রীমঙ্গল পৌরসভার আওতায় ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন মোট ৩৪ জন প্রার্থী। বিগত পরিষদের ৮ জন কাউন্সিলর সহ আরো অনেকেই এবছর মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এবার সর্বোচ্চ ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে তাদের মধ্যে বিগত পরিষদের ৩ জন মহিলা কাউন্সিলর এবারও প্রতিদ্বন্ধিতায় নেমেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।