আমাদের কথা খুঁজে নিন

   

চায়নায় চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা

চায়নায় পড়ার জন্য ০১৬৮৪৪৪৩০৮৬, ০০৮৬১৩৭১৯২৭৫০৪৬ www.xueonline.info

চীন বর্তমানে একটি দ্রুত অর্থনীতির অগ্রসরবর্তী দেশ। এই অর্থনীতির অগ্রসর তাদের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। বর্তমানে পৃথিবীর মধ্যে ভালো প্রাথমিক শিক্ষার জন্য চীন আলোচিত হয়েছে। চীনের বিশ্ববিদ্যালয় গুলো আন্তর্জাতিক মানের একশটির বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। বর্তমানে চীনে ইংরেজী মাধ্যমেও পড়ালেখা করা যায়।

চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে- ১. পেকিং ইউনিভার্সিটি ২. সিংহুয়া ইউনিভার্সিটি ৩. সান ইয়াত সান ইউনিভার্সিটি ৪. যেযিয়াং ইউনিভার্সিটি ৫. ফুদান ইউনিভার্সিটি ৬. চায়না মেডিকেল ইউনিভার্সিটি ৭. সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি ৮. দালিয়ান মেডিকেল ইউনিভার্সিটি ৯. জেংযো ইউনিভার্সিটি ১০.সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি ১১. গোয়াংযো মেডিকেল ইউনিভার্সিটি ১২. চায়না ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটি চীনে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যায়। এখানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি করা যায়। এখানে চিকিৎসা , ইন্জ্ঞিনিয়ারিং, ফার্মাসি, বিবিএ, এমবিএ, কৃষি, বায়োটেকনোলজি, চায়নিজ ভাষা ইত্যাদি সব বিষয়ে পড়ালেখা করা যায়। চায়নার পড়ালেখা উন্নত মানের যা কিনা আন্তর্জাতিক মানসম্পন্ন। কোর্সের জন্য টিউশন ফি ২০০০০ইয়েন থেকে ১০০০০০ইয়েন হতে পারে।

বিশ্ববিদ্যালয়রে আবাসন ব্যবস্থা অনেক ভালো এবং সস্তা। চীনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন দেশের ছাত্রছাত্রী পড়ালেখা করে। চীনে বর্তমানে ইউরোপ, এশিয়া, আরব দেশ থেকে ছাত্রছাত্রী আসছে। চীনে চায়নিজ ভাষা এবং ট্রেডিশনাল চায়নিজ মেডিসিন এ পড়ার জন্য ইউরোপ থেকে প্রচুর ছাত্রছাত্রী আসছে। চীনে বৃত্তির ও সুযোগ আছে।

বৃত্তির জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এজেন্ট এর সাথে যোগাযোগ করে ইউনিভার্সিটির ভর্তির কাগজ নিয়ে চায়নার বৃত্তি কাউন্সিলে আবেদন করতে হয়। অথবা সরাসরি এজেন্টদের মাধ্যমে আবেদন করা যায়। আমাদের দেশে অনেকের ধারণা যে চীনা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হওয়া যায় কিন্তু আসলে বাস্তবে তা নয়। চীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এজেন্ট এর সাথে যোগাযোগ করে তারপর ভর্তি হওয়া যায়। কিছু অনুমোদিত এজেন্ট এর নাম হচ্ছে- ১. গ্রীন এডুকেশন ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট অনলাইন http://www.greeneducationinternational.edu.ms, email: ২. লিংকার্স ইন্টারন্যাশনাল এবং ৩. সানজেম ইন্টারন্যাশনাল চায়নায় পড়ালেখার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন গ্রীন এডুকেশন এর সাথে।

যোগাযোগের ঠিকানা: গ্রীন এডুকেশন ইন্টারন্যাশনাল, মোবাইল নম্বর: ০০ ৮৬ ১৩৭১৯২৭৫০৪৬। গোয়াংযো, গোয়াংডোং, চায়না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।