যেই দেখছে সেই অবাক হচ্ছে। পেছন ফিরেও কৌতুহলি দৃষ্টি নিয়ে যতক্ষণ চোখের আড়াল না হয় ততক্ষন দেখছে। কেউ বা হো হো করে হাসছে। আর যে জিনিসটি নিয়ে এত কৌতুহল ও হাসি সে জিনিসটি হচ্ছে ঝাড়ু।
যুগ বদলেছে।
সব কিছুরই পরিবর্তন হচ্ছে। অ্যানালগ বা ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। ঝাড়ুওকি প্রযুক্তির ছোয়া থেকে বাদ যাবে? চায়নার একটি শহর এমনই এক ঝাড়ুর সাথে পরিচয় করিয়ে দিয়েছে যা মেশিনের সাহায্য চলে। দিব্যি পরিস্কার করেও চলছে রাস্তা। মেশিনটি হচ্ছে একটি ট্রাকটর।
আর এ ট্রাকটরটির সাথে গেথে দেয়া হয়েছে এক ডজনেরও বেশি বাশের ঝাড়ু। যন্ত্রটির সাহায্যে ঝাড়ুগুলো ঘড়ির কাটার মত ঘুরে ঘুরে ঝাড়ু দেয় রাস্তা। চায়নার টুরিস্ট শহর হেবেই প্রদেশের কিংহুয়াংডাওতে দেখা গেল ওই অদ্ভূত চিত্র। টুরিস্টরা বেশ মজা করে দেখছে ব্যাপারটি। এক টুরিস্ট বলল, আমি যা দেখেছি তা আমি বিশ্বাস করতে পারছিনা কিন্তু এটা সত্যি সে রাস্তা পরিষ্কার করছে।
ঝাড়ুটির একটি সমস্যা হচ্ছে ঝাড়ু দেয়ার পর সে আবর্জনা তুলে নিতে পারে না। তাই সে ঝাট দিয়ে আবর্জনা রাস্তার দুপাশে রেখে যায়। পরবর্তীতে অন্যকেউ এসে সে আবর্জনা তুলে নিতে হয়।
সূত্র- যায়যায়দিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।