আমাদের কথা খুঁজে নিন

   

আগমনী



শীতের এই সন্ধ্যায় গরম চাদরের উষ্ণতা মনে করিয়ে দিচ্ছে দেখতে দেখতে বছরটা শেষ হয়ে আসল, তাই না? আসুন না একটু ফিরে তাকাই পেছন দিকে। কি মনে পরে গেল? বছর শেষে স্কুলের নতুন ক্লাসে উঠার কথা, নতুন বইয়ের সেই অদ্ভুত গন্ধের কথা কিংবা স্কুলের নতুন জামা জুতার কথা। কি? বুকে কোথায় যেন একটা চিনচিন ব্যাথা অনুভব হচ্ছে, তাই না? বের হয়ে আসছে একটা দীর্ঘশ্বাস? চলুন, এবার না হয় একটু অন্যদিকে তাকাই। একটু ফিরে দেখি ফেলে আসা বছরের প্রাপ্তি অপ্রাপ্তি গুলো। মনটা খারাপ হয়ে যাচ্ছে কি? থাক না, নাই বা করলাম প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব গুলো।

কি লাভ প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব মিলিয়ে মন খারাপ করার, তার থেকে আসুন বরং নতুন বছরটা কে নতুন করে শুরু করার চেষ্টা করা যাক। নতুন বছরটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা যাক। গুছিয়ে নেই ফেলে রাখা কাজগুলো। মনের অপূর্ণ ইচ্ছা গুলো কে পূর্ন করতে নতুন উদ্দমে জেগে উঠুন। আর কেউ যদি বলে ”তোমাকে দিয়ে হবে না”, তাকে বলুন “অপেক্ষায় থাকুন”।

ভাবছেন কিভাবে শুরু করবেন? নিজের মনটাকে দিয়েই শুরু করা যাক না কেন? প্রথমে আপনার মনের হতাশা গুলোকে বলুন ”শুভ বিদায়”। এবার শুরু করে দিন নতুন বছরের প্রস্তুতি। অবাক করে দিন না আপনার ছোট্ট বেলার সেই খেলার সাথীটিকে একটা চিঠি দিয়ে, প্রিয় মানুষটিকে না বলা কথাটি বলে। আচ্ছা একটু ভেবে দেখবেন. নতুন করে লেখালেখিটা শুরু করলে কেমন হয়? বসে পড়ুন না লেখার খাতাটা নিয়ে। এই যে আপনাকেই বলছি, আপনার সদ্য জম্ম নেওয়া শিশুটির হাসি দিয়ে কিংবা যে নতুন অতিথিটি পৃথিবী আসছে তার কথা চিন্তা করে বছরটা শুরু দেখবেন সব হতাশা কেটে গেছে।

মুছে ফেলুন আপনার ক্যামেরার লেন্সে জমে থাকা ধুলো গুলো। আবার চোখ রাখুন না সেই ক্যামেরাটায়। বিশ্বাস করুন, কিচ্ছু বদলায়নি, চেয়ে দেখুন না একটি বার, পৃথিবীটা সেই আগের মতই রঙ্গিন আছে । ধূলোপড়া গিটারের জংধরা তারগুলোতে হাত বুলান আর একবার। ফের একবার বাজান না, মনের কোনে লুকিয়ে থাকা সেই অদ্ভুত অজানা সুর।

অনুভব করুন পৃথিবীটা সেই আগের মতই ছন্দময় আছে। খুঁজে বের করুন সেই পুরাতন বাক্সটা। খুলে দেখুন সেই পুরাতন ডাইরি, জমান চিঠি, ডাকটিকিট, স্টিকার আর তার সাথে আনন্দের মুর্হূত গুলো। একটু কষ্ট করে আয়নার সামনে গিয়ে দাঁড়ান,দেখুন আপনার মুখে ফুটে উঠেছে অদ্ভুত এক হাসি, আর এই হাসিটা দিয়েই শুরু করুন না নতুন বছরটা। এই হাসিটা কে সারাটা বছর ধরে রাখতে চাইলে খুঁজে বের করুন নিজেকে, যাকে হারিয়ে ফেলেছেন নিজেরই মাঝে।

উঠে পরুন, ঝটপট খুঁজে নিন হারিয়ে যাওয়া নিজেকে। শুরু করুন নতুন বছরটা ঠিক যেমনটি আপনি চান সেই ভাবে। ধূসর হয়ে যাওয়া জীবনটাকে রঙ্গিয়ে তুলুন নিজেকে। আসছে বছরটি আপনার জন্যই অপেক্ষা করছে, অপেক্ষা করছে নতুন বছরের নতুন দিন গুলো। শুধু একটু চেষ্টা করুন আপনার আপনাকে নিয়ে পথ চলার।

দেখবেন সব ক্লান্তি সব হতাশা কোথায় হারিয়ে গেছে। আনন্দ ঘিরে রেখেছে আপনাকে। তো? এবার শুরু করে দিন নতুন বছরের প্রস্তুতি, নতুন করে পথ চলা......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।