আমাদের কথা খুঁজে নিন

   

আগমনী



দর্পিত বৃষ্টির মতো সশব্দ বেগে আপনার আগমনে আমি দুঃখিত কথা ছিলো আসার, নির্দিষ্ট সময়ে এলেন অথচ পলিমাটিহীন হৃদয়ে কোনভাবেই তো আনন্দের চাষাবাদ করা সম্ভব নয়। ইদানিং এসব বেয়াড়া চিন্তাগুলো মগজে মস্তকে বিকারের মতো ঘুরে বেড়াচ্ছে দেখে আমাকে বিকারগ্রস্ত ভাবা আপনার পে সমুচিত বলে আমার সুস্থতার সপে আপনার ভূমিকা পরিহাসের মতো কষ্টের আমদানিকারক! প্রতিটি আন্তরিকতা কেন কাঁটাবিদ্ধ বলুন যে কারণে প্রতিটি দৃশ্যের সাথেই আমার সংঘাত এখন আমার কাছে আপন সুস্থতার সাফাই ছাড়া আর কোন অবলম্বন নেই বলে আপনার আগমনে সত্যিই আমি দুঃখিত ইচ্ছে হলে, ক্লেদজ কুসুমের মতো আমাকে অবজ্ঞা করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।