আগমনী বার্তা আজ শোনা যায় কার,
কোথায় গুটিয়ে যায় গ্রীষ্মের হাহাকার!
কদম গাছে ধরে আছে থোকা থোকা কুড়ি,
অপেক্ষায় আছে, কখন ফুটিবে সকলি।
ঘোষনা করছে তা, কার আগমন ধ্বনি-
এসো এসো এসো হে, এসো এখনি।
অসহ্য গরম কোথা হারিয়ে যায় ধীরে,
ছন্দ ফিরে পায় মানুষ কাজকর্মের ভীড়ে।
বৃষ্টির নুপুর ছন্দ, আর হয়না তো শেষ,
আনছে বয়ে তা কার আগমনী রেষ!
এসো হে বর্ষা তুমি, এসো এসো এসো-
কাছে এসে তুমি মোর হূদয় মাঝে মেশো।
02 জুন 2006
19শে জ্যৈষ্ঠ 1413।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।