আমাদের কথা খুঁজে নিন

   

ইউসেপ কদমতলী স্কুলে ইভটিজিং-কে না বলুন শীর্ষক র‌্যালি

গীত, বাদ্য এবং নৃত্যের একত্রিত সমাবেশকে আমরা সংগীত বলতে পারি। সংগীত এবং গান এর মধ্যে একটু পার্থক্য আছে। সংগীত কথাটি কবিগুরু এবং কাজী সাহেবের রচিত গান গুলোতেই বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা বলি রবীন্দ্রসংগীত কিন্তু আমরা বলিনা রবীন্দ্র গান। তেমনি আমরা বলি নজরুল

ইউসেপ-বাংলাদেশ সিলেট এর সুবিধাবঞ্চিত শিশুদের ইউসেপ কদমতলী স্কুল শিশু পরিষদ কর্তৃক আয়োজিত ইভটিজিং বিরোধী আলোচনা সভা ও র‌্যালি বিগত ০৮ ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ইউসেপ কদমতলী স্কুলের স্কুল প্রশাসক আব্দুল লতিফ ভূইয়ার সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষক আমিরুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্টাফ অফিসার অব ডিআইজি শাহরিয়া মোহাম্মদ নিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, মহিলা কাউন্সিলর আছমা বেগম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুমন আহমদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়া মোহাম্মদ নিয়াজী বলেন, ইভটিজিং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বখাটেদেরকে প্রতিরোধ করতে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব হবে। ইভটিজিং-এর বিরুদ্ধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে।

তিনি আরো বলেন, ইভটিজিংকারীদের কোন নালিশ প্রশাসন গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং আমরা আপনাদের সাথে সব সময় আছি ও থাকবো। আপনারা যখন ডাকবেন আমরা আপনাদের সেবায় সব সময় নিয়োজিত থাকবো বলে আশ্বাস প্রদান করবেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমন্ডলী, সাংবাদিক, অভিভাবক সহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইভটিজিংকে না বলুন শীর্ষক বিশাল এক র‌্যালি দক্ষিণ সুরমার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। -দেবাশীষ চ্যাটার্জ্জী,


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।