আমাদের কথা খুঁজে নিন

   

ইউসেপ এর ছাত্র শেখ মোঃ জুয়েল এর সাফল্য।

আমার নাম মো: জু্য়েল শেখ।

আমার নাম শেখ মোঃ জুয়েল। আমার বয়স ১৭ বছর। আমি একজন শ্রমজীবি শিশু । আমি ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুলে অটোমোবাইল ইউনিটে কাজ শিখি।

আমি ইউসেপ এর মাধ্যমে সাইভার স্কুল ফাউণ্ডেসন(আই,এল,সি) টেনিং সেণ্টার থেকে কম্পিউটার টেনিং নিয়েছি। কম্পিউটার শেখার আগে কম্পিউটার সম্পরকে আমি কিছুই জানতাম না। এখন কম্পিউটার জগতে আমি অনেক কিছু জানি। কম্পিউটারে আমি অনেক ভাল ভাল কাজ জানি। আমার আশা আছে কম্পিউটার এর উপর আরও আনেক কোরস করতে।

যদি পারেন আপনারা আমকে সাহায্য করবেন। কম্পিউটারে আকাঁ আমার একটি ছবি পাঠালাম। আমার আকাঁ ছবি দেখুন। এবং আপনাদের মতামত পাঠান। আমার জন্য দোয়া করবেন।

আবার দেখা হবে। ঠিকানাঃ ১২নং জনতা হাউজিং,মিরপুর-১ ঢাকা-১২১৬। মোবাইলঃ ০১৭২৪২৬২৯৮৯ ই-মেইলঃ জুয়েল১২_ইউসেপ@ (সমাপ্ত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।