আমাদের কথা খুঁজে নিন

   

মহান বিজয় দিবসেও কিশোরগঞ্জের আকাশে উড়ছিল পাকিস্তানের পতাকা, শহর ছিল রাজাকার-আলবদরের দখলে

আলোকিত মানুষ চাই

১৯৭১ সনের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জিত হলেও সেদিন বিজয়ের আনন্দ পায়নি কিশোরগঞ্জবাসী। সারা দেশের আকাশে লাল-সবুজের পতাকা উড়লেও কিশোরগঞ্জ শহরে সেদিন উড়ছিল পাকিস্তানী পতাকা। সেদিনও শহরের নিয়ন্ত্রণ ছিল রাজাকার আলবদরদের হাতে। বিজয় দিবসও পাক বাহিনীর দোসরদের সাথে প্রচন্ড লড়াই করতে হয়েছে আমাদের দামাল ছেলেদের। ঝড়েছে রক্ত।

অবশেষে দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে কিশোরগঞ্জ স্বাধীন হয় ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কবীর উদ্দিন আহমদের সাথে কথা বললে তিনি আমাদের জানান ১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে কিশোরগঞ্জ শহরের চারদিক ঘিরে ফেলে শক্ত অবস্থান নেয় মুক্তিবাহিনী। একই দিন গভীর রাতে মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার কবীর আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধা ড. মাসুদুল কাদের, পাটুন কমান্ডার দিলীপ সরকারসহ মুক্তিযোদ্ধাদের একটি দল করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ শহরের উপকন্ঠে সতাল এলাকায় অবস্থান নেন। অবস্থান বেগতিক দেখে রাজাকার বাহিনী অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ ও আজিমউদ্দিন হাইস্কুলের তৎকালীন প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করবে বলে খবর পাঠায়। ১৭ ডিসেম্বর সকাল একটি খোলা জিপে করে মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি সশস্ত্র দল সর্বপ্রথম কিশোরগঞ্জ শহরে প্রবেশ করে।

কিছুক্ষণের মধ্যেই চারদিক থেকে মুক্তিযুদ্ধারা শহরে প্রবেশ করে। শহরের পুরানথানা শহীদী মসজিদ সংলগ্ন ইসলামীয়া ছাত্রাবাস মাঠে মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর বাহিনী। রাজাকার আলবদর বাহিনী আত্মসমর্পন করার পর মুহূর্তেআ বদলে যায় শহরের চিত্র। বিজয়রে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে চারপাশ। পাকিস্তানী পতাকা নামিয়ে কিশোরগঞ্জের আকাশে উড়ানো হয় প্রিয় বাংলাদেশের রক্তিম লাল সবুজের পতাকা।

আর এভাবেই সারাদেশ স্বাধীন হওয়ার একদিন পর মুক্তির স্বাদ পায় কিশোরগঞ্জবাসী। --- সুলতান আহমেদ নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক নরসুন্দা পাড়ের কথা প্রভাষক, পাকুন্দিয়া মহিলা কলেজ, কিশোরগঞ্জ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.