আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফের পাদুয়া দখল করার প্রতিবাদ জানিয়েছে বিএনপি



বুধবার সিলেটের পশ্চিম জাফলং ইউনিয়নভুক্ত জায়গা পাদুয়া বিএসএফের দখলে নেয়ায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বুধবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাদুয়া দখল করে নেয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি বলে আমি মনে করি। এটা ভারতের নির্লজ্জ আগ্রাসন ছাড়া আর কিছুই নয়। সীমান্তে একের পর এক মানুষ হত্যা, লুটপাট, অপহরণ এবং সবশেষে পাদুয়া দখল- এসব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের ভারত তোষণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে। বুধবার বিকেলে কয়েক'শ বিএসএফ সদস্য ভারতীয় লোকজন নিয়ে আকস্মিকভাবে সীমান্তের ১২৭০ ও ১২৭১ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডের প্রায় ৫০০ মিটার ভেতরে ঢুকে পড়ে।

দেলোয়ার ভারতের উদ্দেশে বলেন, পাদুয়া আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ, আপনারা জোর করে তা দখল করেছেন। আপনারা স্বাধীনতার পর থেকে অনেকদিন এই ভূমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। আমাদের দেশপ্রেমিক বিডিআর জওয়ানেরা ১৯৯৮ সালে এই ভূমি উদ্ধার করেছিল। আধিপত্যবাদের স্বার্থ রক্ষার জন্য বর্তমান সরকারের আমলে বিডিআরকে ধ্বংস করার কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিএনপি মহাসচিব ভারতীয় হাইকমিশনারকে ডেকে কঠোর ভাষায় প্রতিবাদ জানানোর এবং পাদুয়া উদ্ধারে সর্বাত্মক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.