পৃথিবীটাকে যেমন পেয়েছ তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর
কোরবানি ঈদ বা ঈদুল আজহার দুই দিন আগের কথা। বিকেল প্রায় ৪টা বাজে। বাসায় বসে আমি অঙ্ক কষছিলাম। নিজের মোবাইল সেটটা পাশেই রেখেছি। হঠাৎ সেটা বেজে উঠল।
দেখলাম মিসড কল, তাও আবার অচেনা নাম্বার থেকে এসেছে। ভাবলাম কোনো বন্ধু হয়তো মজা করছে। কারণ আমার কিছু বন্ধু প্রায়ই আমাকে বোকা বানাতে চেষ্টা করে। সোয়া ৪টার ভেতর মাত্র ১৯ বার (!) মিসড কল পেয়ে আমার মেজাজ তুঙ্গে উঠল। ভাবলাম কল করে এমন গালাগাল করব যে...।
তখনই ওই নাম্বার থেকে কল এল। ফোনটা কানে ধরতেই আমার তো আক্কেল গুড়ুম। কোথায় নিজে গালাগাল করব সেখানে ফোনের ওপাশের লোকটার গলার বজ্রসম আওয়াজে নিজেই আঁতকে উঠি। লোকটা খেঁকিয়ে বলল_'এ সামছু তুই কই। গরু কিনবার আইসা সেই কহন থেইকা তোর জন্যি খাড়ায়া আছি।
তাড়াতাড়ি আমার কাছে আয়' (০০.০০.১৩)_বলেই লাইনটা কেটে দিল। আমিও এটাকে কোনো বন্ধুর দুষ্টামি বলেই ধরে নিলাম। কারণ আমার নাম সামছু নয়।
৫ মিনিট পরে আবার কল এল। এবার ঢ্যাঁটরা পেটানোর মতো শব্দে ওপাশ থেকে ভেসে এল_'আমি এই যে হাটের প্রথম গেটে দাঁড়ানো।
তুই হাটের যেহানেই থাকিস না কেন এহনই চইলা আয়। '_বলেই আবার কেটে দিল। আমি কিছু বলার সুযোগই পেলাম না। ৫ মিনিট পর আবার_'কি রে হাটের প্রথম গেটও কি চিনিস না? হাটে আসার আগে মাথায় গবর ভরছিস নাকি? তাড়াতাড়ি হাটের গেটে আয়, গেটে। '
আমি রসিকতা মনে করে এসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিলাম।
মিনিট দুয়েক পরে আবার কল। এবার গগনবিদারি শব্দে আকাশ যেন আমার কানের ভেতরেই ভেঙে পড়ল_'এই সামছু, দালালের বাচ্চা তুই কোন জাগায় রে?' এবার ফোনটা ছাড়ল না। আমি কথা বলার সুযোগ পেয়ে রসিকতা করেই বললাম_ 'বাসায়। ' এরপর ওপাশ থেকে এত জোরে শব্দ এল যে, ফোনসেট ফেটে যাওয়ার উপক্রম। লোকটা বলল_ 'দালালের বাচ্চা, তোর হাটে আসার কথা আর এহনও বাড়ি বইসা রইছস।
' তারপর ফোনের লাইন না কেটেই কাকে যেন ডেকে উঠল_'এই সামছু, সামছু, আরে এই...। ' লোকটা হয়তো মোবাইল ফোনটা মুখের কাছ থেকে সরিয়ে নিয়েছিল তাই আস্তে আস্তেই শুনতে পেলাম কাকে যেন বলছে_'এই সামছু তুই এহেনে ক্যা? তুই না বাড়ি ছিলি। আমি তোরে গরু খোঁজা খুঁজতাছি আর তুই...। '
এবার বুঝতে পারি, লোকটা হয়তো এই সামছুকেই খুঁজছিল, কিন্তু মোবাইল নাম্বার ওলট-পালট করে গোলমালটা বাধিয়েছে। আসল ঘটনা বুঝতে পেরে লজ্জায় আমি নিজেই ফোনের লাইনটা কেটে দিলাম।
সামছুর তখন যে কী অবস্থা কে জানে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।