মাতৃভাষা বাংলা
ডা.সুরাইয়া হেলেন
যখন বাংলায় কথা বলি,মনে হয়
বকুলের গন্ধে ভরে গেছে চারদিক !
যখন বাংলায় কবিতা লিখি
কাগজের ওপর শিউলী বিছিয়ে থাকে !
যখন বাংলায় গান গাই
বেলি-যুঁই এর সুবাসে উন্মনা হই !
যখন বাংলায় ঝগড়া করি
অন্ধকার হেসে কুটি কুটি হয় !
আর যখন স্বপ্ন দেখি,সারাটা
বাংলা সুখস্বপ্ন হয়ে ধরা দেয় !
আমার সোনালী বাংলা,স্বপ্নের
বাংলা,হৃদয়ের বাংলা ভাষা !
তোমায় নিয়েই আমার সারাক্ষণ কাঁদা-হাসা
তোমার জন্যই আমার অনন্ত ভালোবাসা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।