আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভাষা

আমার ব্যক্তিগত ব্লগ

আমার ছেলে (১ বছর ৯ মাস বয়সী) এখন অনেক কথা বলতে চায়। চারপাশের সব কিছু নিয়ে ওর কত মন্তব্য আছে। গতকাল রিক্সায় সামহোয়্যার আউটের কোলে বসে কিচিরমিচির করে কত কিছু বলতে লাগল, যখন বেলি রোডে যাচ্ছিলাম। দু একটা শব্দ ঠিক মতোন বোঝা যায়, তাতে অনুমান করলাম কি বলতে চাইছে। যেমন খিলগাঁও ফ্লাইওভার দিয়ে গাড়ি উপরে চলে যাচ্ছে, চায়না পার্ক রেস্টুরেন্টের সামনের রাস্তায় ভ্যান দাড়িয়ে আছে। ট্রেনের হুইসেল আর ঝিক ঝিক শব্দ শোনা যাচ্ছিল যখন আমরা ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছিলাম। ইত্যাদি ইত্যাদি। যখন বুঝতে পারছিল, আমরা ওর বর্ণনা বুঝতে পারছি, খুশিতে হি হি করে ঝলমল করে উঠছিল। ছো্ট্ট ,মনে কত আনন্দ, ভাষা বলতে পারার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।